শচীন-লারাদের সঙ্গে খেলবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররাও

নিরাপদ সড়কের দাবিতে অবসর ভেঙে মাঠে ফিরেছিলেন শচীন টেন্ডুলকার, মুত্তিয়া মুরালিধরন, ব্রেট লিদের মতো কিংবদন্তিরা। তবে করোনাভাইরাসের কারণে মাত্র ৪টি ম্যাচ মাঠে গড়ানোর পর গত বছরের ১১ মার্চ স্থগিত হয়ে যায় টুর্নামেন্টটি। করোনার প্রকোপ কমায় ফের শুরু হচ্ছে কিংবদন্তিদের ব্যাট-বলের লড়াই। আগামী ৫ মার্চ টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে ভারত লিজেন্ডসের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ লিজেন্ডস।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ নামে টুর্নামেন্টটির পর্দা উঠেছিল ২০২০ সালের মার্চে। তবে ১১ মার্চ করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে তা স্থগিত ঘোষণা করা হয়। সেবার ৫টি দল টুর্নামেন্টে অংশ নিয়েছিল। তবে নিজ দেশে করোনা প্রকোপ বাড়ার কারণে এবারের আসরে যোগ দেবে না অস্ট্রেলিয়া। বাকিদের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ড। 

এই টুর্নামেন্টের নতুন সূচি ঘোষণা করা হয়েছে। যেখানে ৫ মার্চ শুরু হওয়া টুর্নামেন্টটির পর্দা নামবে আগামী ২১ মার্চ। আগামী ১৭ ও ১৮ মার্চ দুটি সেমিফাইলের পর ২১ তারিখে ফাইনাল মাঠে গড়াবে। সবমিলিয়ে ম্যাচ হবে ১৫টি। বাংলাদেশি লিজেন্ডস দলের খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা না হলেও উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে সূচি রয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

এই টুর্নামেন্টে বাংলাদেশের বাকি ম্যাচগুলো আগামী ৭ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে, ১০ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে, ১২ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ও ১৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন ভারতের রায়পুরের শহীদ বীর নারায়ণ স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। করোনার কারণে যেখানে ধারণ ক্ষমতার অর্ধেক দর্শক স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি পাবেন।

এ টুর্নামেন্টটি মূলত মহারাষ্ট্রের রোড সেফটি সেলের একটি প্রয়াস। সঙ্গী হিসেবে প্রোফেশনাল ম্যানেজমেন্ট গ্রুপকে পেয়েছে তারা। সিরিজ কমিশনারের দায়িত্বে আছেন সুনীল গাভাস্কার। শচীন টেন্ডুলকার সিরিজটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

টিআইএস/এটি