পাকিস্তান ইনিংসে তখন ১৪তম ওভার শেষ। দলীয় সংগ্রহ মাত্রই ১০০ ছুঁয়েছে, সঙ্গী মোহাম্মদ রিজওয়ান ছুঁয়েছেন ৫০। তখনো তিনে নামা ফখর জামানের রান ছিল ৩৩ বলে ৩২! ১৫তম ওভারে এসে সম্বিৎ ফিরে পেলেন যেন তিনি। হাত খোলা শুরু করলেন ছক্কা মেরে। এর একটু পর ছুঁয়ে ফেললেন ফিফটিও। তবে টিকতে পারলেন না বেশিক্ষণ। ফখর ফিরলেন ফিফটির পরই। তাতে পাকিস্তান আরও একটু চাপেই পড়ে গেল বৈকি! 

শেষ ৮ বলে ফখর করেছেন ২১ রান। ১৫তম ওভারে মোহাম্মদ গজানফরকে মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়েছেন। পরের ওভার করতে আসা ইয়াসিম মুর্তজাকে মেরেছেন একটা চার আর একটা ছক্কা। তাতে তার স্ট্রাইক রেটটা একটু ভদ্রস্থ হয়েছে বৈকি! 

ইনিংসের ১৬তম ওভারে সেই হাত খুলে খেলতে গিয়েই উইকেট হারান তিনি। এহসান খানের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে আইজাজ খানের হাতে ক্যাচ দেন ফখর। পাকিস্তান ১২৯ রানে খোয়ায় তাদের দ্বিতীয় উইকেট। শেষ দিকে দুটো ছক্কা আর একটা চারের ফলে স্ট্রাইক রেটটাও তার ভদ্রস্থ হয়েছে বেশ। ৪১ বলে ৫৩ রানের ইনিংস, আর ১২৯ স্ট্রাইক রেট নিয়ে বিদায় নিয়েছেন তিনি।

এনইউ