পাওয়ারপ্লেতে ৩ উইকেট তুলে উড়ছে পাকিস্তান
ব্যাটিংয়ে শেষের ঝড়ে বিশাল পুঁজির পাশাপাশি দারুণ এক মোমেন্টামই পেয়ে বসেছিল পাকিস্তান। সেই মোমেন্টামটা ফিল্ডিংয়ে নেমেও ধরে রেখেছেন নাসিম শাহরা। পাওয়ারপ্লেতে জেঁকে বসতে দেননি হংকংকে। তুলে নিয়েছেন ৩ উইকেট। তাতেই পাকিস্তানের শেষ চারের আশা উজ্জ্বল হয়েছে আরও।
পেসার নাসিম শাহ আগের ম্যাচেই দুই উইকেট তুলে নিয়ে টলিয়ে দিয়েছিলেন ভারতের ব্যাটিং লাইনআপকে। সেই ধারাটা আজও ধরে রেখেছেন তিনি। শুরুতেই তুলে নিয়েছেন দুই উইকেট। তৃতীয় ওভারের প্রথম বলে তিনি অধিনায়ক নিজাকাত খানকে ফেরান আসিফ আলির ক্যাচ বানিয়ে।
বিজ্ঞাপন
সে ওভারের পঞ্চম বলেই আবারও তার আঘাত। এবার তিনি বোল্ড করেন বাবর হায়াতকে। ৪ বল খেলে শূন্য হাতে ফেরেন তিনি।
পঞ্চম ওভারে দৃশ্যপটে আসেন শাহনেওয়াজ দাহানি। ওপেনার ইয়াসিম মুর্তজাকে ফেরান তিনি। তাতে ১৯ রানেই হংকং খুইয়ে বসে ৩ উইকেট। পাওয়ারপ্লে শেষ করেছে ২৫ রানে। এর ফলে রান তাড়ার কক্ষপথ থেকে ছিটকে যাওয়ার শঙ্কাটাও মাথাচাড়া দিয়ে বসেছে হংকং শিবিরে।
বিজ্ঞাপন
এনইউ