দলের সঙ্গে ফেরেননি, দুবাইতে স্ত্রীকে নিয়ে ঘুরছেন সাব্বির
দীর্ঘ তিন বছর পর জাতীয় দলের জার্সিতে দেখা গেল হার্ড হিটার ব্যাটার সাব্বির রহমানকে। এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়ে দলে প্রত্যাবর্তন হয় সাব্বিরের। অবশ্য এত বছর পর দলে ফেরাটা রাঙাতে পারেননি তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ পেয়ে ৬ বলে ৫ রান করেই ফিরেছেন প্যাভিলিয়নে। এশিয়া কাপ থেকে বাদ পড়ে বাংলাদেশ দল দেশে ফিরেছে। তবে দলের সঙ্গে দেশের বিমানে চড়েননি সাব্বির, বরং স্ত্রীকে নিয়ে দুবাইতে অবকাশ যাপন করছেন তিনি।
বাংলাদেশ দল শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে দেশে এসে পৌঁছালেও দলের সঙ্গে ছিলেন না সাব্বির রহমান। যদিও গতকাল জানা গেল তার দলের সাথে না আসার কারণ। স্ত্রীকে নিয়ে দুবাইতে ঘোরাঘুরি করে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে সাব্বির রহমানকে। নিজের ফেসবুক পেজে স্ত্রী-সহ সেসব ছবি পোস্ট করেন এই ব্যাটার।
বিজ্ঞাপন
Desert safari
Posted by Shabbir Rahaman Roman on Sunday, September 4, 2022
পোস্টকৃত সে ছবিতে দেখা গিয়েছে দুবাইয়ের মরুভূমিতে উটের উপর চড়ে সময় কাটাচ্ছেন সাব্বির দম্পতি। এছাড়া দুবাইয়ের পরিচিত পাখিও হাতে করে নিয়ে ছবি তুলতে দেখা গেছে তাদের। মুখে হাসি সঙ্গে আশেপাশের মনোরোম পরিবেশ, সব মিলিয়ে বুঝাই যাচ্ছে সময়টা বেশ ভালোই কাটছে এ ব্যাটসম্যানের।
বিজ্ঞাপন
আরও পড়ুন >> ডেজার্ট সাফারি : আজীবন মনে রাখার মতো কিছু স্মৃতি
সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে আহামরি কোনো পারফরম্যান্স না থাকার পরেও এশিয়া কাপের মত এত বড় এক টুর্নামেন্টে দলের সাথে যুক্ত হন সাব্বির। প্রথম ম্যাচে একাদশে সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচে ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে হয়েছেন ব্যর্থ। তাই প্রশ্ন থেকে যায় নিউজিল্যান্ডে আসন্ন ত্রিদেশীয় সিরিজে কি দলে থাকবেন সাব্বির!
এসএইচ/এইচএমএ/এটি