আকরাম খান- ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক। ১৯৯৯ সালে ছিলেন টাইগারদের বিশ্বকাপ দলের সদস্য, খেলেছেন বাংলাদেশের অভিষেক টেস্টেও। মাঠ থেকে অবসরের পর যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান।

আগামী মাসে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। সেখানে বাংলাদেশ কেমন করবে, দলে কার প্রতি কী চাওয়া কিংবা টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের অবস্থা কেমন- এসব নিয়ে ঢাকা পোস্টের সঙ্গে কথা বলেছেন আকরাম খান। সেই আলাপচারিতার চুম্বকাংশ তুলে ধরা হলো এখানে।

ঢাকা পোস্ট : বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে যে জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে আসন্ন বিশ্বকাপে আপনার প্রত্যাশা কী?

আকরাম খান : আমার প্রত্যাশা থাকবে অবশ্যই যেন বাংলাদেশ ভালো কিছু করে। ভালো পারফর্ম্যান্স দেখার আশায় থাকব। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে আমাদের পারফর্ম্যান্স খুব ভালো নয়। 

ঢাকা পোস্ট : বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ দল কেমন হলো?

আকরাম খান : দলের চেয়ে আমি খুব বেশি চিন্তিত খেলোয়াড়দের অ্যাপ্রোচ নিয়ে। আসলে টি-টোয়েন্টিতে আমাদের যে অ্যাপ্রোচে খেলা দরকার আমরা সেটা খেলতে পারছি না। এই যেমন প্রথম ৬ ওভারে স্ট্রাইক রেট থাকা দরকার ১৪০ থেকে ১৬০, সেটা হচ্ছে না। ডেথ ওভারে ভালো করা দরকার, নিয়মিত হচ্ছে না। এগুলো যদি আমরা উন্নতি না করি তাহলে আমরা ভালো করতে পারব না। সত্যি কথা বলতে টি-টোয়েন্টিতে আমরা যে টিমটা করেছি সেটার কেউ ওয়ানডেতে ভালো করেছে, কেউ টেস্টে ভালো করেছে। এই দলে টি-টোয়েন্টির স্পেশালিষ্ট কোনো খেলোয়াড় আমি দেখছি না, একমাত্র সাকিব ছাড়া।

ঢাকা পোস্ট : অনেকেই বলছেন কিছু না করেও বাংলাদেশ দলে জায়গা পাওয়া যায়। তার বড় উদাহরণ হিসেবে নাম এসেছে নাজমুল হোসেন শান্তর। আপনি কী বলবেন?

আকরাম খান : না, কোনো ইনডিভিজুয়াল খেলোয়াড়কে নিয়ে আমি কিছু বলব না। এটা তো অবশ্যই সিলেক্টরদের ব্যাপার। নির্বাচকরা যেটা ভালো মনে করেছে, সেটা তারা করেছে। কিন্তু কথা হলো, যে-ই সুযোগ পাক সে যেন ভালো খেলে।

ঢাকা পোস্ট : বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট কি ঠিক পথে আছে?

আকরাম খান : আগের চেয়ে অনেক ভালো আছে। প্রথম শ্রেণির ক্রিকেট থেকে শুরু করে সব লিগেরই উন্নতি হয়েছে। এখানে অনেকে পারফর্ম করছে। যদি ভালো না হতো তাহলে তো আর এত খেলোয়াড় বের হতো না। এখন আমাদের এপ্রোচটা ঠিক করতে হবে এবং আলাদা করে খেলোয়াড়দের উন্নতি করতে হবে।

ঢাকা পোস্ট : সর্বশেষ রিয়াদকে বাদ দেওয়া হয়েছে বিশ্বকাপ দল থেকে। অভিজ্ঞ এই ক্রিকেটারকে কি বাংলাদেশ দল মিস করবে? 

আকরাম খান : দেখুন, এটা নির্ভর করছে আমরা কীভাবে পারফর্ম করি। সত্যি কথা বলতে টি-টোয়েন্টিতে আমরা আলাদা করে কোনো খেলোয়াড়ের উপর নির্ভর করে খেলতে পারছি না। এ কারণে আমাদের সবাইকে পারফর্ম করতে হবে। আমরা সবাই যদি ভালো খেলি, তাহলে ভালো করবে দল, না হলে না। এ কারণে আলাদা করে কিছু আসছে না এখানে। আলাদা কেউ নেই যে আমাদের জিতিয়ে দিয়েছে আন্দ্রে রাসেলের মতো বা পোলার্ডের মতো বা গেইলের মতো। তেমন খেলোয়াড় কিন্তু আমরা এখনো পাইনি। 

ঢাকা পোস্ট : বিশ্বকাপে ১৫ সদস্যের দল খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। দলের কোন সদস্য তার সক্ষমতা অনুযায়ী পারফর্ম করতে না পারলে আপনি হতাশ হবেন?

আকরাম খান : ডিফিকাল্ট- আমি শুরুতে বলেছি, আলাদা করে কিছু চিন্তা করছি না। টি-টোয়েন্টিতে যদি ভালো করতে হয় তাহলে পুরো দল হিসেবেই ভালো করতে হবে। আলাদা করে কোনো খেলোয়াড় নাই যে দলকে একা জেতাবে। তবে সাকিব আছে অভিজ্ঞ, তার প্রতি আমার আস্থা রয়েছে।

এসএইচ/এটি/এনইউ/জেএস