‘সিঙ্গাপুরের’ ডেভিডকে নিয়ে উচ্ছ্বসিত অজিরা
জন্মেছিলেন সিঙ্গাপুরে কিন্তু যোগ্যতা দিয়ে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার দলে। সেটাও আবার ঠিক টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। সেই মিডল অর্ডার ব্যাটার টিম ডেভিড এখন প্রশংসায় ভাসছেন। অজিদের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েই এবার দেশটির টেস্ট অধিনায়কের প্রশংসা পেলেন তিনি। অজিদের টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স বললেন, টিম ডেভিড দলের একটি এক্স-ফ্যাক্টর।
ধারণা করা হচ্ছে, ভারতে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার হয়ে প্রথমবার মাঠে নামবেন টিম ডেভিড। গেল মৌসুমে পিসিএল, বিগ ব্যাশে নজর কেড়েছিলেন। এরপর আইপিএলে সুযোগ পেলেও বড় কিছু করে দেখাতে পারেননি তিনি। তবে ইতিমধ্যে বিশ্বব্যাপী হট ফিনিশার হয়ে উঠেছেন ডেভিড।
বিজ্ঞাপন
রোববার এক ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের কামিন্স বলেন, ‘টিম ডেভিডকে তার সুযোগ পাওয়া দেখে খুবই ভালো লাগছে। তিনি বিশ্বের সেরাদের সাথে সেখানে রয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটের মিডল অর্ডারে ব্যাটিং করা সত্যিই একটি কঠিন জায়গা। আপনি বেশিরভাগ রান স্কোরারদের ওপেনিং বা ব্যাটিং করতে দেখেন। স্পিন বোলাররা বা ইনিংসের শেষে ধারাবাহিকভাবে আসা সত্যিই কঠিন। আমি মনে করি সে দুর্দান্ত ছিল।’
ডেভিড যদি সুযোগ পায়, আশা করি সে তার সেরা খেলাটাই প্রদর্শন করবে। সে সত্যিই একজন এক্স ফ্যাক্টর ক্রিকেটার। ঘরোয়ার ধারা আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখবে সে।
বিজ্ঞাপন
কামিন্সের মতে, ‘যদি সে তার সুযোগ পায়, আশা করি যে সে বিশ্বজুড়ে ঘরোয়া লিগে যা করছে তা চালিয়ে যেতে পারবে। আমি মনে করি সে একজন এক্স-ফ্যাক্টর। সে এটিকে কিছুটা ভিন্নভাবে নিয়ে যায় তাই এটির জন্য অপেক্ষা করুন।’
ভারতের মোহালিতে মঙ্গলবারই থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যার দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে ২৩ সেপ্টেম্বর এবং শেষ টি-টোয়েন্টি ২৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে।
এসএইচ/এটি