ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে। দেশ ছাড়ার আগে দলের তারকা পেসার তাসকিন আহমেদ জানিয়ে গিয়েছিলেন টি-টোয়েন্টিতে উন্নতি করাই মূল চিন্তা। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্যটা কি থাকবে-এটা জানা যায়নি। দলের সহ অধিনায়ক নুরুল হাসান সোহান বলছেন, আমরা আমাদের লক্ষ্য সম্পর্কে কথা বলতে পারছি না।

ক্রিকেট ভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম ইএসপিএন-ক্রিকইনফোর সঙ্গে তিনি বলেন, ‘আমাদের সংস্কৃতি এমন যে আমরা আমাদের লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে কথা বলতে পারি না, ব্যর্থতার ভয়ে।’

সোহান যোগ করেন, ‘নেতিবাচক প্রতিক্রিয়ার পরও আমাদের এই সংস্কৃতি তৈরি করতে হবে। আমরা যখন ভালো খেলতে পারব না, তখন আমাদের সমালোচনার জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু আমাদের সাফল্যের কথা বলা শুরু করতে হবে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আমরা তিন-চারজন যদি ফর্মে আসতে শুরু করি, তাহলে বাংলাদেশ ভালো ফলাফল পেতে পারে। আমরা বিশ্বকাপ জিতবো, তার মানে যে এই বিশ্বকাপ জিতবো বিষয়টা এমন না, আমরা এমন বললে আমাদের পরবর্তী ক্রিকেটাররা বিশ্বকাপ নিয়ে আরো বেশি আত্মবিশ্বাসী হবে।’

সোহান সাফ বলছিলেন, ‘আমি যদি আজ বলি যে, আমরা বিশ্বকাপ জিততে চাই, তাহলে আমাদের এখনই এটি জিততে হবে এমন না। কিন্তু এমন কথা বলতে থাকলে হয়তো আমাদের পরের ব্যাচ বিশ্বকাপ জয়ের ব্যাপারে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে। হয়তো আমি তখন (দলের) আশেপাশে থাকব না, তবে আত্মবিশ্বাসটি সেখানে (দলে) থাকবে।’

বাংলাদেশ দল এখন ব্যস্ত ত্রিদেশীয় সিরিজ নিয়ে। নিজেদের প্রথম ম্যাচে আগামী ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এরপর ৯ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়বে টাইগাররা। নিজেদের তৃতীয় ম্যাচে ১২ তারিখ আবারো নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। সবশেষ গ্রুপ পর্বের সিরিজের শেষ ম্যাচে ১৩ তারিখ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই মিশন শেষে অস্ট্রেলিয়ায় উড়ে যাবে দল। সেখানেই বসবে টি-টোয়েন্টির বিশ্বসেরার লড়াই।

এসএইচ/এটি