হারের শঙ্কায় বাংলাদেশ
সেই একই গল্প, কিছুতেই টি-টোয়েন্টি ক্রিকেটে পথ খুঁজে পাচ্ছে না বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচেও দল দিশেহারা। হারের শঙ্কায় বাংলাদেশ। ১৩৮ রানের লক্ষ্য! এ অবস্থায় নেমে বেশ লড়ছে নিউজিল্যান্ড। জয়ের পথেই আছে স্বাগতিকরা।
এ রিপোর্ট লেখার সময় নিউজিল্যান্ড ১১.২ ওভারে ১ উইকেট হারিয়ে করেছে ৭৮ রান। জয় দেখতে পাচ্ছে স্বাগতিকরা।
বিজ্ঞাপন
লক্ষ্যটা এ আর এমন কী! রোববার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের শুরুটা দেখে ঠাহর হচ্ছিল এমনই। শুরুটা খানিকটা ধীরেসুস্থেই করেছিল স্বাগতিকরা। চতুর্থ ওভারে এসে বাংলাদেশকে উইকেটের দেখা পাওয়ালেন মুস্তাফিজের বদলে একাদশে ঢোকা শরিফুল ইসলাম। ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার ১৩৭ রানের পুঁজি নিয়ে বোলিংয়ে আসা বাংলাদেশ শুরুর ওভারেই আক্রমণে আনে তাসকিন আহমেদকে। তবে তার শুরুটা ভালো হয়নি মোটেও। তিনি হজম করেন ১০ রান।
মুস্তাফিজের জায়গায় একাদশে আসা শরিফুল আক্রমণে আসেন পরের ওভারে। এসেই চেপে ধরেন নিউজিল্যান্ড ব্যাটারদের। সে ওভারে আসে ৩ রান। শুরুর ওভারে বেশ রান দিয়ে ফেলা তাসকিনকে সরিয়ে এবার আক্রমণে হাসান মাহমুদকে আনেন অধিনায়ক সাকিব আল হাসান। সে ওভারে ২ রান দিয়ে অধিনায়কের আস্থার প্রতিদান দেন তিনি।
বিজ্ঞাপন
নিজের প্রথম ওভারে তিন রান দেওয়া শরিফুল এরপর চতুর্থ ওভারে আক্রমণে আসেন। সে ওভারের চতুর্থ বলে একটা ছক্কাও হজম করে বসেছিলেন। তবে এক বলের বিরতিতেই তিনি ফেরেন দারুণভাবে। তার করা লেন্থ বলটা স্কয়ার লেগ দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন ফিন অ্যালেন। তবে তা তিনি পারেননি, বলটা সোজা গিয়ে পড়ে ডিপ স্কয়ার লেগে দাঁড়ানো মোসাদ্দেক হোসেনের হাতে। ২৪ রান খরচায় বাংলাদেশ পায় প্রথম উইকেটের দেখা।
এর আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোটে ১৩৭ রানের পুঁজি পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ৪ চারে ওপেনার নাজমুল শান্ত করেন ২৯ বলে ৩৩ রান। আফিফ ২৪ রান তুলতে খেলেন ২৬ বল। শেষ দিকে ২ ছক্কা ও ১ চারে ১২ বলে ২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।