ছবিটা পুরোনো। তবে আবেদন এখনো রয়ে গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দেশ অস্ট্রেলিয়ায় ট্রফি নিয়ে আনন্দে মাতলেন শিশুরা। সঙ্গে ক্রিকেটার অ্যাডাম জাম্পা, শেন ওয়াটসন আর কুইন্সল্যান্ড ক্রিকেটের কর্তারা।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় ১৬ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা। রানার আপ দল পাবে ৮ কোটি ৭৫ হাজার টাকা। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলের জন্য থাকবে ৪ লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় ৪ কোটি ৩৭ লাখ টাকা। 

সুপার টুয়েলভে জায়গা করে নেওয়া বাকি ৮ দলের জন্যও থাকছে প্রাইজমানি। এই ৮ দলের প্রত্যেক দল ৭০ হাজার ডলার করে পাবে, যা বাংলাদেশি টাকায় ৭০ লাখ টাকা প্রায়।