হাসিমুখ সাকিব
শুরু হয়ে গেলো ১৬ দেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। এই আয়োজন শুরুর আগে ক্যাপ্টেন্স ডে-তে এভাবেই হাসিমুখে ধরা পড়লেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
এবার রীতি ভাঙল আইসিসি। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন ট্রফিসহ একটা ফটোসেশন হবে, হবে সংবাদ সম্মেলনও। দিনটার নাম ‘ক্যাপ্টেন্স মিডিয়া ডে’। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এমন কিছু হয়েছে এই প্রথম।
বিজ্ঞাপন
যেখানে দুই ভাগে আট-আট ষোলজন অধিনায়ক এলেন এই ফটোসেশনে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের দেখা মিলল দ্বিতীয় ধাপে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া ও আরব আমিরাতের অধিনায়করা আসেন প্রথম ধাপে।
বিজ্ঞাপন