মডেল!
ক্যাপ্টেন্স ডে-তে এমনই নাটকীয় পোজে ক্যামেরার সামনে দাঁড়ালেন অধিনায়কেরা। স্কটল্যান্ডের রিচি বেরিংটন, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও আফগানিস্তানের মোহাম্মদ নবি। পেছনে বাংলাদেশের সাকিব আল হাসান।
ওয়ানডে বিশ্বকাপে টুর্নামেন্ট শুরুর আগের দিন সব অধিনায়কদের নিয়ে একটা আনুষ্ঠানিক ফটোসেশন করা হয় বিশ্বকাপের ট্রফির সঙ্গে। অধিনায়কদের খোশগল্প হয়, সংবাদ সম্মেলনে চলে কথার তুবড়িও। টি-টোয়েন্টি বিশ্বকাপে এমনটা কখনো হয়নি আগে।
বিজ্ঞাপন
এবার সে রীতি ভাঙল আইসিসি। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন ট্রফিসহ একটা ফটোসেশন হবে, হবে সংবাদ সম্মেলনও। দিনটার নাম ‘ক্যাপ্টেন্স মিডিয়া ডে’। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এমন কিছু হয়েছে এই প্রথম।
বিজ্ঞাপন