বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কার পুঁজি ১৫২
ম্যাচ হারলে বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে, এমন সমীকরণ মাথায় নিয়ে আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। বাঁচা-মরার শুরুটা বেশ ভালোই করেছিল এশিয়ার চ্যাম্পিয়নরা। মিডল ওভারে কার্তিক মিয়াপ্পানের ঘূর্ণিতে কিছুটা টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হলেও পাথুম নিশাঙ্কার বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১৫০ এর গন্ডি পেরিয়েছে দাসুন শানাকার দল।
গিলংয়ের জিএমএইচবিএ স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় আমিরাত। প্রথম ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ১৫২ রান করেছে লঙ্কানরা।
বিজ্ঞাপন
বিশ্বকাপ মিশনে প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে থাকা শ্রীলঙ্কার ওপেনিং জুটি থেকে আসে ৪২ রান। ১৮ রান করে কুশল মেন্ডিস ফিরলে রানের চাকা সচল রেখেছেন নিশাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভা। ২১ বলে ৩৩ রানের ইনিংস খেলে ধনঞ্জয়া ফেরেন রান আউট হয়ে।
১৫ তম ওভারে বোলিংয়ে এসে খেলার চিত্রপট বদলে দেন কার্তিক মিয়াপ্পান। পরপর তিন বলে ভানুকা রাজাপাকশে, চারিথ আসালঙ্কা আর দাসুন শানাকাকে ফিরিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক তুলে নেন ২২ বছর বয়সী স্পিনার। বিপর্যয়ে পড়া দলকে পথ দেখাতে পারেননি ওয়ানিন্দু হাসারাঙ্গাও। ২ রান করে ফিরেছেন আয়ান খানের বলে।
বিজ্ঞাপন
শেষদিকে রানের ভার একাই নিজের কাঁধে তুলে নেন ওপেনিংয়ে নামা নিশাঙ্কা। ৬০ বলে ৭৪ রান করে শেষ ওভারে তিনি ফিরেছেন জহুর খানের শিকার হয়ে।