নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসরের দিনক্ষণ চূড়ান্ত, শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। তবে দল গঠনের কাজে এখনই নেমে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। একের পর এক বিদেশি খেলোয়াড় দলে টেনে ইতোমধ্যে শোরগোল ফেলে দিয়েছে রংপুর ও সিলেট। এবার সে তালিকায় নাম লেখালো ফরচুন বরিশাল। 

শুক্রবার আফগান ক্রিকেটার করিম জানাতকে দলে ভেড়ানোর খবর জানায় বরিশাল। ঘটনার কিছু সময়ে পড়ে টি-টোয়েন্টির বিশ্বতারকা ক্রিস গেইলকে দলে যোগ করে গত আসরের ফাইনালিস্ট দলটি। নিজেদের ফেরিভাইড ফেসবুক পেজে পোস্ট করে আজ এ তথ্য জানিয়েছে ফরচুন বরিশাল। 

পোস্টে তারা লিখেছে, ‘আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল।’

এর আগে আজ রংপুর রাইডার্স তাদের ফেসবুক পেজে পোস্ট করে পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিককে যুক্ত করার বিষয়টি জানিয়েছিল। তারা লিখেছে, ‘৪৮১টি টি-টোয়েন্টি ম্যাচ এবং ১১,২০৯ রানের সুবিশাল অভিজ্ঞতা নিয়ে রংপুর রাইডার্সে রাজত্ব করতে আসছেন শোয়েব মালিক। রংপুর রাইডার্স পরিবারে স্বাগতম।’

গেল বুধবার আসরের প্রথম দল হিসেবে বিপিএলের লোগো উন্মোচন করেছিল সিলেট সিক্সারস। রাজধানীর একটি অভিজাত  হোটেলে সিলেট দল ঘোষণা করে তারা। সিলেটের আইকন হিসেবে রয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এসএইচ/এনইআর