এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ভালো শুরুর পরেও বৃষ্টির বাধায় হোঁচট খেয়েছে দক্ষিণ আফ্রিকা। জয়ের দ্বারপ্রান্তে থাকার পরেও টানা বর্ষণের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে প্রোটিয়াদের। স্বাভাবিকভাবে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে চাপে রয়েছে টেম্বা বাভুমার দল। তবে দলটির পেসার লুঙ্গি এনগিডি বলছেন, জয়ের চিন্তা করলে অংশগ্রহণকারী সব দলের ওপরই চাপ রয়েছে।

২৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে বুধবার সিডনিতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেছেন এনগিডি। গেল ম্যাচ হাতছাড়া হওয়ায় দল বেশ চাপে রয়েছে বলে জানিয়েছেন প্রোটিয়া এই পেসার।

এনগিডি বললেন, 'আপনি যদি জয়ের কথা চিন্তা করেন তাহলে আমার কাছে মনে হয় টুর্নামেন্টে অংশগ্রহণ করা সব দলের ওপরই চাপ রয়েছে। হ্যাঁ এটা সত্য আমরা জয়ের জন্য ক্ষুধার্ত এবং আগের ম্যাচ জিততে পারলে ভালো লাগতো। ম্যাচটি হাতছাড়া হওয়ায় সামনের দিকে এগোতে বিশাল চাপ রয়েছে আমাদের ওপর। আমার কাছে মনে হয় দুই দলের ওপরই সমান চাপ রয়েছে। আশা করছি সেরা দলটাই আগামীকাল জিতবে।'

সিডনিতে আগামীকালের ম্যাচেও বৃষ্টির সমূহ সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এনগিডি জানালেন বৃষ্টিকে তো আমরা নিয়ন্ত্রণ করতে পারব না।

এনগিডির ভাষ্যমতে, 'সত্যি বলতে বৃষ্টিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। হ্যাঁ, হোবার্টে আমরা ম্যাচটা জিতে এক ধাপ এগিয়ে থাকতে চেয়েছিলাম। তবে সেখানে যা হয়েছে তার ওপর আমাদের হাত নেই। আগামীকালও সিডনিতে বৃষ্টির সম্ভবনা রয়েছে। সত্যি বলতে দুর্ভাগ্য আমাদের পেছন থেকে তাড়া করছে।'

এনগিডির চাওয়া বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে তছনছ করে দেওয়া। সেক্ষত্রে টাইগার টপ অর্ডারকেই লক্ষ্য এ পেসারের। তিনি বলেন, 'তাদের ব্যাটাররা আমাদের অনেক আগ্রাসীভাবে খেলতে চাইবে। আমরা এই ব্যাপারে ভেবে রেখেছি। আমরা তাদের টপ অর্ডারকেই লক্ষ্য বানাব। বোলিং ইউনিট হিসেবে আমরা চাইব তাদের টপ অর্ডার গুঁড়িয়ে দিতে।'

এসএইচ/এনইআর