সুপার টুয়েলভে বাঁচা-মরার লড়াইয়ে সোমবার আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডের ম্যাচে আইরিশদের ৪২ রানে হারিয়ে সেমির আশা জিইয়ে রেখেছে অ্যারন ফিঞ্চের দল।

টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। ইনিংসের তৃতীয় ওভারে ডেভিড ওয়ার্নারকে সাঝঘরে ফিরিয়ে রানের লাগাম টেনে রাখেন ব্যারি ম্যাকার্থি।

তবে শুরুর ধাক্কা সামলে নিয়েছেন ফিঞ্চ ও মিচেল মার্শ। ধীরে ধীরে বেড়েছে রানের গতিও।

চতুর্থ উইকেটে ব্যাটিংয়ে আসেন মার্কাস স্টোয়িনিস। ফিঞ্চকে নিয়ে রীতিমতো ঝড় তোলেন ডানহাতি এ ব্যাটার। দুজনে ৭০ রানের জুটিতে বল খরচ করেছেন ৩৬টি।

১৫ তম ওভারে স্টোয়িনিসের নিশ্চিত ছক্কা ফিরিয়ে ২ রানে পরিণত করেন ম্যাকার্থি। তবে তাতে ব্যথাও পেয়েছিলেন বেশ। নিতে হয়েছিল প্রাথমিক চিকিৎসা।

ফিঞ্চকে ফিরিয়ে শেষের দিকে রানের গতি আবারও কমিয়ে দেন ম্যাকার্থি। ১৭৯ রানে থামে অজিদের ইনিংস।

বড় লক্ষ্যতাড়ায় শুরুতেই বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। ইনিংসের তৃতীয় ওভারে দুই উইকেট তুলে আইরিশ ব্যাটিংভ লাইন আপের বারোটা বাজান গ্লেন ম্যাক্সওয়েল।

একাই লড়াইটা শেষ পর্যন্ত টেনে নিয়ে গেছিলেন লরকান টাকার। কিন্তু শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনতে পারেননি, অপরাজিত ছিলেন ৭১ রানে। ১৩৭ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।

এনইআর