‘পাকিস্তান যা করে দেখিয়েছে, খুব কম দলই তা পারত’
ক্রিকেটে পাকিস্তান দলকে কখনো হিসাবের খাতা থেকে বাদ দিতে পারবেন না। ঠিক তেমনভাবে আবার কখনো নিশ্চিত হয়ে হিসাবের খাতায় জায়গাও দিতে পারবেন না। পুরোটাই অনিশ্চয়তায় ভরা এই দল। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকালেই সেটার স্পষ্ট চিত্র দেখতে পাওয়া যাবে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে যে দল গ্রুপ পর্বই পেরোতে পারছিল না, পরবর্তীতে তারাই প্রথম দল হিসেবে বিশ্বকাপের ফাইনালে হয়েছে।
গতকাল সিডনিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে বাবর আজমের দল। এমন জয়ের পর দেশটির সাবেক কিংবা বর্তমান খেলোয়াড়রা প্রশংসায় ভাসাচ্ছেন দলের সদস্যদের। এবার সেই দলে সামিল হলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি (পিসিবি) রমিজ রাজা।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দলকে নিয়ে একটি পোস্ট করেছেন রাজা। সেখানে তিনি লিখেছেন, 'পাকিস্তান আজ যা করে দেখিয়েছে বিশ্বের খুব কম দলই তা করতে পারত। যোগ্য একটা দল। মেলবোর্ন, আমরা আবার আসছি।'
টুইটটির নিচে রমিজ রাজা ১৯৯২ বিশ্বকাপের কথা মনে করিয়ে হ্যাশট্যাগও জুড়ে দিয়েছেন। সেবার ইমরান খানের নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান।
বিজ্ঞাপন
এসএইচ/এনইআর