ভারতীয় দল থেকে বিদায়ঘণ্টা বাজছে কোহলি-রোহিতের?
আরও একবার ব্যর্থতা। আইসিসি ইভেন্টে এই নিয়ে শেষ আট বছরে অষ্টম ব্যর্থতার কবলে পড়ল ভারত। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে রোহিত শর্মার দল ইংল্যান্ডের কাছে হেরেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। এমন হারের ফলে বিরাট কোহলি, রোহিত শর্মাদের ক্যারিয়ার নিয়েও শুরু হয়েছে গুঞ্জন!
কোহলি-রোহিত অবশ্য একা নন। রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামিদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়েও ধেয়ে আসছে প্রশ্ন। তবে এমন অভিজ্ঞ ক্রিকেটারদের রীতিমতো আগলেই রাখলেন কোচ রাহুল দ্রাবিড়।
বিজ্ঞাপন
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানালেন, অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির ভবিষ্যত নিয়ে এখনই কথা বলা ঠিক নয়। তার কাছে কোহলি-রোহিতদের টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন রাখা হয়েছিল গতকাল।
তার জবাবে দ্রাবিড় বলেন, ‘সেমিফাইনাল মাত্র শেষ হলো। এখনই এটা নিয়ে কথা বলা খুব তাড়াতাড়ি... এই ছেলেরা আমাদের জন্য দারুণ কাজ করছে। আমাদের এটা নিয়ে ভাবার অনেক সময় আছে।’
বিজ্ঞাপন
২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে আরও দুই বছর বাকি আছে। তাই কোচ দ্রাবিড় জানালেন, সে নিয়ে ভাবার আরও সময় আছে তাদের হাতে। তিনি বলেন, ‘পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে ২ বছর বাকি। দলে কিছু মানসম্পন্ন খেলোয়াড় আছে। এখন এই বিষয়ে কথা বলার বা ভাবার সঠিক সময় নয়। পরের বিশ্বকাপের প্রস্তুতির জন্য আমাদের হাতে অনেক সময় এবং পর্যাপ্ত ম্যাচ আছে।’
এদিকে জয়ের পর ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বলেছেন, ‘আমি মনে করি আয়ারল্যান্ডের বিপক্ষে হারের পর থেকে আমরা যা খেলেছি তা অসাধারণ। আমরা এখানে এসে খুব রোমাঞ্চিত ছিলাম এবং এটি একটি দুর্দান্ত অনুভূতি ছিল। সব খেলোয়াড়ই অবদান রেখেছেন।’
তিনি সেমিফাইনাল জয়ের কৃতিত্ব পুরো দলকেই ভাগ করে দেন। বলেন, ‘আমরা সবসময় দ্রুত এবং আক্রমণাত্মকভাবে শুরু করতে চাই। রশিদ ১১ রানে ব্যাট করছে, যা দেখায় আমাদের ব্যাটিংয়ের গভীরতা কতটা। হেলস শর্ট বাউন্ডারি ভালভাবে ব্যবহার করে নিজের ফর্ম দেখিয়েছেন। আমাদের পক্ষ থেকে এটি একটি দুর্দান্ত পারফরম্যান্স ছিল, যা উপভোগ করা উচিত। আমি মনে করি আমাদের জর্ডনকেও বিশেষ কৃতিত্ব দিতে হবে, যিনি শেষ পর্যন্ত খুব ভালভাবে চাপ সামলালেন, বিশেষ করে হার্দিক পান্ডিয়ার মতো বিশ্বমানের খেলোয়াড়ের বিরুদ্ধে।'
এনইউ