গাভাস্কার হতে চেয়েছিলেন টেন্ডুলকার
শচীন টেন্ডুলকার ও সুনীল গাভাস্কার
ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ডই নিজের দখলে নিয়ে নিয়েছেন শচীন টেন্ডুলকার। সর্বকালের সেরা ব্যাটসম্যানদের তালিকাতেও তিনি থাকেন উপরের দিকে। সেই শচীনের সারাজীবনের আদর্শ ছিলেন ভারতেরই আরেক কিংবদন্তি সুনীল গাভাস্কার।
তাকে দেখেই নাকি ক্রিকেটার হওয়ার অনুপ্রেরণা পেয়েছিলেন লিটল মাস্টার। ১৯৭১ সালের ৬ মার্চ (আজকের দিনে) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে গাভাস্কারের। তার ক্যারিয়ারের আজ পঞ্চাশ বছর পূর্তি।
বিজ্ঞাপন
নিজের অভিষেকে বাজিমাতও করেছিলেন গাভাস্কার। ৭৭৪ রান করেছিলেন ওই সিরিজে। গাভাস্কারের ক্যারিয়ারের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্ট করে গাভাস্কারের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়েছেন টেন্ডুলকার।
তিনি লিখেছেন, ‘৫০ বছর আগে এই দিনটিতে, ঝড়ের মতো বিশ্ব ক্রিকেটে তার আবির্ভাব ঘটেছিল। অভিষেকের সিরিজেই তিনি ৭৭৪ রান করেছিলেন এবং আমাদের মতো উদীয়মান ক্রিকেটারদের প্রত্যেকের কাছেই তিনি ছিলেন একজন নায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেবার সিরিজ জিতেছিল ভারত তারপরে ইংল্যান্ড। আর তখন থেকেই ভারতের ক্রিকেটে এক নতুন উপাখ্যানের জন্ম হতে শুরু করেছিল।’
বিজ্ঞাপন
টেন্ডুলকার আরও লিখেছেন, ‘একজন ছোট ছেলে হিসেবে, আমি জানতাম আমার একজনকে অনুসরণ করতে হবে এবং তার মতো হবার চেষ্টা করতে হবে। এটি কখনও বদলয়নি। তিনি এখনো আমার নায়ক হিসাবেই রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণে ৫০ বছরের শুভেচ্ছা, জনাব গাভাস্কার। ১৯৭১ সালের দলের প্রত্যেক সদস্যকেই ৫০তম বার্ষিকীর শুভেচ্ছা। আপনি আমাদের সবাইকে গর্বিত করেছেন এবং আমাদের আলো দেখিয়েছেন।’
এমএইচ/এটি