গাভাস্কারের অন্যরকম ফিফটি
১৯৭১ থেকে ২০২১ সাল। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ৫০ বছর পূর্ণ হলো সুনীল গাভাস্কারের। ঠিক পঞ্চাশ বছর আগে ১৯৭১ সালের ৬ মার্চ প্রথমবারের মতো ভারত জাতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে চাপান গাভাস্কার। মাথায় তোলেন ক্যাপ।
তার হাত ধরেই বাইশ গজের লড়াইয়ে নতুন যুগে প্রবেশ করে ভারত। দীর্ঘদিন আগেই মাঠের পার্ট চুকিয়ে দিয়েছেন এই কিংবদন্তি। বর্তমানে থিতু হয়েছেন ধারাভাষ্যে। তার অবদানের কথা স্মরণ রেখে বিশেষ সম্মাননা দিয়েছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
বিজ্ঞাপন
শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যকার চতুর্থ টেস্টের ৩য় দিনের শুরুতে গাভাস্কারকে স্মারক হিসেবে বিশেষ এক ক্যাপ উপহার দেয় বিসিসিআই। সে সময় স্টেডিয়ামে গাভাস্কারের জন্য বিশাল ব্যানারও দেখা যায়। যা দেখে রীতিমতো আপ্লুত হন গাভাস্কার।
নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে গাভাস্কার বলেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না ৫০ বছর কেটে গেল। মনে হচ্ছে যেন গতকালের ঘটনা। ছোট থেকেই সবার স্বপ্ন থাকে দেশের হয়ে খেলার। আমারও সেটা ছিল। এখনও মনে আছে যখন জাতীয় দলের টুপি, ব্লেজার এবং সোয়েটার আমাকে দেওয়া হয়েছিল। কিন্তু আমি টুপিটি কিটব্যাগে রেখে দিয়েছিলাম। দেশের হয়ে খেলার দিনই সেটি পরার কথা ভেবেছিলাম। আর প্রথম দিন যখন সেটি পরলাম, তখন সেই অনুভূতি আলাদা ছিল।’
বিজ্ঞাপন
— BCCI (@BCCI) March 6, 2021
টিআইএস