শুক্রবার করোনা আক্রান্ত, রোববারই খেলবেন প্রিটোরিয়াস
এক মাসের সফরে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড উলভস দল। তারা বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলের সঙ্গে সর্বমোট ৮টি ম্যাচ খেলবে। একমাত্র চারদিনের ম্যাচের পর গত শুক্রবার (৪ মার্চ) ৫ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল।
ম্যাচ চলাকালীন খবর আসে, আয়ারল্যান্ডের পেসার রুহান প্রিটোরিয়াসের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এরপর চিকিৎসকদের পরামর্শে বন্ধ হয়ে যায় ম্যাচ। এরপর দুই দলের ক্রিকেটারদের রুম কোয়ারেন্টাইনে রাখা হয়। সেখানে গতকালই আবার করোনা পরীক্ষা করা হয় প্রিটোরিয়াসের, আজ শনিবার দ্বিতীয়বারের মতো পরীক্ষা করা হলে দুই পরীক্ষার ফলই নেগেটিভ এসেছে। ফলে আগামীকাল রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারবেন তিনি।
বিজ্ঞাপন
প্রিটোরিয়াসের পাশাপাশি শনিবার আয়ারল্যান্ড উলভসের সকল খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা হয়। একই সঙ্গে বাংলাদেশ এইচপি দলের খেলোয়াড়দের টেস্টের জন্য নমুনা নেওয়া হয়। শনিবার রাত ১০টায় হাতে পাওয়া ফলে সবাই নেগেটিভ প্রমাণিত হয়েছেন। ফলে রোববার মঠে নামতে পারবেন সবাই।
এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা ঢাকা পোস্টকে বলেন, ‘সবার ফলই নেগেটিভ এসেছে। শনিবার সকালে আমরা দুই দলের ক্রিকেটার আর অফিশিয়ালদের নমুনা নিয়েছিলাম। সেখানে সবার ফল নেগেটিভ এসেছে। এতে রোববারের ম্যাচ নিয়ে আর শঙ্কা নেই।’
বিজ্ঞাপন
রোববারের ম্যাচটি প্রিটোরিয়াস খেলতে পারবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী দুবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসলে খেলতে সমস্যা নেই। ৭২ ঘণ্টার একটি হিসেব আছে। সব দিক থেকেই সে উতরে গেছে। তার আর খেলতে বাধা নেই।’
শুক্রবারের ম্যাচটি স্থগিত হয়ে যাওয়ার আগে টসে হেরে ব্যাট করছিল বাংলাদেশ এইচপি দল। সাইফ হাসান আর তৌহিদ হৃদয়ের দুটো ত্রিশোর্ধ্ব ইনিংসের কল্যাণে ৩০ ওভারে বাংলাদেশ চার উইকেট হারিয়ে তুলেছিল ১২২ রান।
টিআইএস