দুর্ভাবনা বাড়িয়ে ফিরলেন সাকিবও
লিটন-জাকিরের বিদায়ের পরই মাথাচাড়া দিয়ে উঠেছিল শঙ্কাটা। তবে আশা দেখাচ্ছিল সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের জুটি। তবে সে আশাটাও টিকল না বেশিক্ষণ। সাকিব আল হাসান ফিরলেন কুলদ্বীপ যাদবের শিকার হয়ে। তাতে বাংলাদেশের ফলো অনে পড়ার শঙ্কাটা আরও বাড়ল।
জাকির হাসানের বিদায়ের পর সাকিব এসেছিলেন ক্রিজে। ১০ রানে ব্যাট করা মুশফিকুর রহিমের সঙ্গে বাঁধেন জুটি। দারুণ স্থিতধী এক জুটি গড়েন দুজনে। ৪২ বলে তোলেন ১৯ রান। এই জুটিতে ভর করে শুরুর ব্যাটিং দীনতা আড়াল করারও একটা আশা জেগে উঠেছিল বাংলাদেশ শিবিরে। সাকিবের বিদায়ে সে আশা আর পূরণ হলো না। বরং ফলো অনে পড়ার শঙ্কা আরও মাথাচাড়া দিয়ে উঠল।
বিজ্ঞাপন
সাকিব-মুশফিকের জুটি যখন ক্রমেই জমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিল, তখনই আক্রমণে প্রায় দেড় বছর পর ভারতের টেস্ট দলে ফেরা কুলদ্বীপ যাদবকে আনেন অধিনায়ক লোকেশ রাহুল। সে সিদ্ধান্তটা ফল দিলো ওভারের দ্বিতীয় বলেই।
সাকিবকে লেগ স্টাম্পের একটু বাইরে বলটা করেছিলেন যাদব। সেটা ক্রিজ ছেড়ে বেরিয়ে লেগে ঠেলে দিতে চেয়েছিলেন তিনি। তবে ব্যাটে বলে হয়নি শেষমেশ। বলটা তীক্ষ্ণ এক বাঁক নিয়ে তার ব্যাটের কোণা ছুঁয়ে গিয়ে জমা হয় স্লিপে থাকা বিরাট কোহলির হাতে জমা পড়ে। ২৫ বলে ৩ রান করে সাকিব ফেরেন প্যাভিলিয়নে।
বিজ্ঞাপন
এনইউ/এটি