ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের ফলো অনে পড়ার শঙ্কাটা ক্রমেই বাড়ছে। এবার বিদায় নিয়েছেন নুরুল হাসান সোহান, মুশফিকুর রহিম আর  তাইজুল ইসলামও। কুলদ্বীপ যাদবের শিকার হয়েছেন তিনজনেই, ১০২ রান তুলতে ৮ উইকেট খুইয়ে বসেছে বাংলাদেশ।

ইনিংসের ৩৩তম ওভারে আক্রমণে আসা কুলদ্বীপ ওভারের প্রথম বলেই শিকার করলেন সোহানকে। ফরোয়ার্ড শর্ট লেগে ফিল্ডার শুভমান গিলকে রেখে প্যাডের ওপর লেন্থ বল করেছিলেন কুলদ্বীপ। 

তার পাতা ফাঁদেই পা দেন সোহান। ফ্লিক করতে চেয়েছিলেন, তাতে সফলও হয়েছিলেন। তবে ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়ানো শুভমান গিলের দারুণ এক ক্যাচে ইনিংসের শেষ দেখে ফেলেন সোহান।

সোহানের বিদায়ের দুই ওভার পর মুশফিকও বিদায় নেন। তার ইনিংসের হন্তারকও সেই কুলদ্বীপই। তার বলে বিভ্রান্ত হয়ে এলবিডব্লিউর শিকার হন মুশফিক। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি, উল্টো রিভিউটাও গচ্চা গেছে দলের।

সে ওভারের শেষ বলে আবারও বাংলাদেশ শিবিরে কুলদ্বীপের আঘাত। তাইজুলকে বোল্ড করেন তিনি। ১০২ রানে ৮ উইকেট খুইয়ে বসে স্বাগতিকরা।

এর আগে প্রায় দেড় বছর পর টেস্টের পোশাক গায়ে চাপানো কুলদ্বীপ নিজের প্রথম ওভারেই সাকিব আল হাসানকে ফিরিয়েছিলেন। এবার দুই ওভারে তিন উইকেট শিকার করে বাংলাদেশকে ফলো অনের জোর শঙ্কাতেই ফেলে দিলেন তিনি। ফলো অন এড়াতে এখনো বাংলাদেশের চাই ১০৩ রান।

এনইউ/এটি