১৫ ডিসেম্বর, বৃহস্পতিবার দিনটা ভুলেই যেতে চাইবে বাংলাদেশ দল। চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সাকিব আল হাসানের দল। দ্বিতীয় দিনের শেষ সেশনে অলআউটের শঙ্কা জাগলেও মেহেদী মিরাজ-এবাদত হোসেনের ব্যাটে দিন পার করেছে টাইগাররা। এদিন মাঠে দেখা গেল লিটন দাস ও মোহাম্মদ সিরাজের কথার লড়াই।

শুরুটা হয়েছিল ১৪তম ওভারের প্রথম বলে। সিরাজের করা গুড লেন্থের বলটা লিটন ঠেকিয়ে দিলে একটু এগিয়ে এসে বল তুলে নেন সিরাজ। এরপর লিটনকে কিছু একটা বলেন তিনি, লিটনও এগিয়ে গিয়ে কানে ইশারা করে বলতে থাকেন শুনতে পাননি কথা। ঠিক পরেই বলে লিটনকে বোল্ড আউট করে ফেরান সিরাজ। এরপরও টাইগার ব্যাটার লিটনকে কিছু বলতে দেখা যায় সিরাজের।

দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন মোহাম্মদ সিরাজ। তার কাছে জানতে চাওয়া হয়েছিল লিটনের সঙ্গে দিনের সেই ঘটনা নিয়ে। জবাবে ভারতীয় এই পেসার বলেছেন, ‘এমন কিছু না। আমি ওকে বলেছিলাম এটা টি-টোয়েন্টি ফরম্যাট নয়, টেস্ট। দায়িত্ব নিয়ে খেলো।’

২৪ রানে ব্যাট করতে থাকা লিটনকে কি ইচ্ছে করেই স্লেজিং করছিলেন আপনি? এমন প্রশ্নের উত্তরে অবশ্য এই পেসার বললেন, ‘না, কোনো পরিকল্পনা ছিল না, হয়ে গেছে।’

বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে মোটে ৯ ওভার বল করেছেন সিরাজ। তাতেই ১৪ রান খরচায় তুলে নিয়েছেন ৩ উইকেট। লিটন ছাড়াও এই পেসারের পেসে শিকার হয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং জাকির হাসান।

এসএইচ/এটি/এনইউ