কেন দ্বিতীয় দিনে বল করেননি সাকিব?
টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের গুরুত্ব কতটুকু সেটা ভালোই জানা আছে দেশের ভক্ত-সমর্থকদের। একই সাথে এটাও জানা সকলের যে, বল হাতে নিজের দিনে বিপক্ষ দলের ব্যাটারদের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার দারুণ সক্ষমতাও রয়েছে দেশসেরা এই অলরাউন্ডারের। তবে সাগরিকায় ভারতের বিপক্ষে দ্বিতীয় দিনের খেলায় বোলিংয়ের জন্য একবারও বল হাতে নেননি এই অধিনায়ক। অবশ্য সন্ধ্যায় জানা গেল সাকিবের বল না করার আসল কারণ।
দ্বিতীয় দিনের প্রথম সেশনে শ্রেয়াস আয়ারকে বিদায় করার পর লম্বা এক জুটি (৯২ রানের) গড়েন রবিচন্দন অশ্বিন এবং কুলদীপ যাদব। কিছুতেই ফেরানো যাচ্ছিল না এই জুটি। তখন দলের ব্রেক-থ্রু প্রয়োজনের সময় মাঠে সকলের নজর ছিল সাকিবের ওপর। তবে সাকিবকে বোলিং প্রান্তে আসতে দেখা যায়নি আজ।
বিজ্ঞাপন
কেন বল হাতে নিচ্ছেন না তিনি এই উত্তর সংবাদ সম্মেলনে এসে দলের বোলিং কোচ রঙ্গনা হেরাথ। জানালেন, মাঠে সাকিবের মনে হয় কাঁধে ব্যথা অনুভিত হচ্ছিল তাই বল করেননি তিনি। হেরাথ বলেন, ‘আমার মনে হয় সে কাঁধে কিছুটা ব্যথা অনুভব করছে। আশা করি সে দ্বিতীয় ইনিংসে বল করবে। আমার মনে হয় সে ১০-১২ ওভার বল করেছে। আমি নিশ্চিত সে সামনের ইনিংসে বল করবে।’
এছাড়া দলের স্পিনারদের প্রশংসা করে হেরাথ আরো বলেন, ‘আমাদের স্পিনারদের কৃতিত্ব দিতে হবে। তাইজুল-মিরাজ ভালে করেছে। তারা তাদের শতভাগ দিয়েছে। আপনি যেমন বলেছেন ৮ উইকেট হারানো হতাশাজনক। কিন্তু এটাই টেস্ট ক্রিকেট। আরও তিনদিন বাকি আছে। আমাদের টিকে থাকতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে।’
বিজ্ঞাপন
এসএইচ/এনইউ