ভারতকে হারালে আমার না, আপনাদেরও ভালো লাগবে
ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ১২ টেস্ট খেললেও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ দল। এমনকি ড্র পর্যন্ত করতে পারেনি সাকিব আল হাসানের দল। মিরপুরে সিরিজের শেষ টেস্টে দ্বিতীয় দিন শেষে ভারতের থেকে ৮০ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ দল। শেষ টেস্টের এখনও তিন দিন বাকি থাকলেও স্পিনার তাইজুল ইসলাম বলছেন, ভারতকে হারাতে পারলে তো অবশ্যই ভালো লাগবে, শুধু আমার না, আপনাদেরও।
দ্বিতীয় দিনে ভারতীয় ব্যাটারদের একের অধিক ক্যাচ ফেলেছেন টাইগার ফিল্ডাররা। এমনকি স্ট্যাম্পিংয়ের সুযোগও হাতছাড়া করেছেন উইকেটকিপার নুরুল হাসান সোহান। ম্যাচের এমন সুযোগগুলো যদি কাজে লাগানো যেত তাহলে দিন শেষে আরও ভালো অবস্থানে থাকত বাংলাদেশ— এমনটাই দাবি তাইজুলের।
বিজ্ঞাপন
দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তাইজুল বলেন, ‘সেই সময় দুই-তিনটা সুযোগ এসেছিল। আমরা যদি ওই দুই-তিনটা সুযোগ নিতে পারতাম তাহলে কিন্তু আমাদের রানের আগেই তাদের অলআউট করা সম্ভব ছিল। সুযোগ নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সবসময় জয়ের আশা দেখি। ভারতকে হারাতে পারলে তো অবশ্যই ভালো লাগবে, শুধু আমার না, আপনাদেরও। আমরা চেষ্টা করব। আমরা জেতার জন্যই খেলব।’
এছাড়া ম্যাচে আক্রমণাত্মক খেলতে থাকা ঋষভ পান্ত প্রসঙ্গে তাইজুল বলেন, ‘সে (পান্ত) আক্রমণাত্মক খেলে, যেখানেই খেলে। আমরা চেষ্টা করেছি, কীভাবে তাদের ডট খেলানো যায় এবং উইকেটটা যেন তাড়াতাড়ি নিতে পারি। এই উইকেটটা গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য।’
বিজ্ঞাপন
এসএইচ/এসএসএইচ/