শুরুতেই ফিরলেন শান্ত
মিরপুর টেস্টের তৃতীয় দিনের শুরুটা একদমই ভালো হলো না বাংলাদেশের। আগের দিনের করা ৭ রান নিয়ে খেলতে নেমে শনিবার ৬ রান যোগ করতেই নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় টাইগাররা। রবীচন্দন অশ্বিনের লেন্থ বল ডিফেন্ড করতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন বাঁহাতি এ ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২০ রান। শান্ত ফিরলেও আরেক ওপেনার জাকির হোসের ব্যাট করছেন স্বাচ্ছন্দ্যে। ১৫ রানে অপরাজিত থাকা জাকিরকে সঙ্গ দিচ্ছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
বিজ্ঞাপন
এর আগে শেষ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২২৭ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা বিপর্যয়ে পড়েলেও ঋষভ পান্ত ও শ্রেয়াস আইয়ারের ব্যাটে শেষ পর্যন্ত ৩১৪ রানে থামে ভারত। ৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাট করছে বাংলাদেশ।
বিজ্ঞাপন