নতুন বছরে বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন মিরাজের
দেশের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ শেষ করেছে বাংলাদেশ। টেস্ট সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে টাইগাররা। দুই সিরিজেই ব্যাট ও বল হাতে নজরকাড়া পারফরম্যান্স করেছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
প্রথম ওয়ানডেতে খাদের কিনারা থেকে টেনে তুলে দলকে ১ উইকেটের রূদ্ধশ্বাস জয় এনে দেন মিরাজ। এরপর দ্বিতীয় ওয়ানডেতেও করেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। সিরিজ জুড়ে দুই ম্যাচজয়ী ইনিংস খেলে মিরাজ রান করেছেন ১৫৩, সঙ্গে নিয়েছেন ৪ উইকেট। টেস্ট সিরিজে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তিনি। তবে বল হাতে নিয়েছেন ভারতীয়দের ১১ উইকেট।
বিজ্ঞাপন
এ বছর আর বাংলাদেশের খেলা না থাকায় মেহেদী মিরাজ এখন সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। মঙ্গলবার শীতের সকালে মুঠোফোনে পাওয়া গেল মিরাজকে। ঢাকা পোস্টের সঙ্গে সবশেষ ভারত সিরিজ ও আগামী বছর অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট নিয়ে কথা বলেছেন তারকা এই অলরাউন্ডার।
শুরুতেই মিরাজ বললেন, ‘অবশ্যই আমার কাছে খুব ভালো লাগছে, ভারতের সাথে এরকম একটা সিরিজ গেছে, আমার কাছে তো অনেক বড় একটা পাওয়া এটা। বিশেষ করে যে ওয়ানডে সিরিজটা গেছে। এরপর শেষ টেস্টটা জিততে জিততে তো হেরে গেলাম। অবশ্যই এটা আমার ক্যারিয়ার আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে।’
বিজ্ঞাপন
ওয়ানডেতে অলরাউন্ডারদের তালিকায় নাম্বার তিনে অবস্থান করছেন মিরাজ। শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। একই সময়ে টাইগারদের দুই ক্রিকেটার সেরা তিনে থাকার আনন্দ নিয়ে মিরাজ বলেন, ‘এটা অবশ্যই ভালো লাগার একটা বিষয়। বড় পাওয়া বলতে পারেন। তবে এখানে থেমে থাকলে চলবে না, এটাকে আরো ভালো করতে হবে, ভালো জায়গায় নিয়ে যেতে হবে। এটা জাস্ট শুরু, এখান থেকেই এগিয়ে যেতে হবে এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’
মেহেদী মিরাজ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন। যদিও এমন ইনিংস খেলার ক্ষেত্রে মানসিক শক্তি অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করে মিরাজ জানালেন, ‘সবকিছুর জন্য মানসিক কাজটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। মানসিকের সাথে স্কিল তো অবশ্যই আমার আছে আমি বিশ্বাস করি। ওটা নিয়েও কাজ করেছি। কিন্তু মানসিক কাজটাও অনেক গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা টি-টোয়েন্টিতে আমাকে যখন উপরে ব্যাটিং করার সুযোগ দেওয়া হয়েছিল তখন পরিশ্রম করেছি, অনুশীলন করেছি, দেশে এবং দেশের বাইরে। ওটা আমাকে অনেক সাহায্য করেছে এবং কাজে লেগেছে।’
ব্যাটিংয়ে উন্নতির জন্য আলাদা করে কারো সাথে কাজ করেছেন কি না? এমন প্রশ্নের জবাবে মিরাজ বললেন, ‘জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স আমার সাথে কাজ করেছেন।’
২০২২ সাল শেষ দিকে গিয়ে দাঁড়িয়েছে। নতুন বছরে কী পরিকল্পনা থাকছে মিরাজের, ‘নতুন বছরে তেমন কোনো পরিকল্পনা নেই আমার কাছে। যে জিনিসটা রয়েছে সেটা উন্নতি করতে হবে। সামনে বিশ্বকাপ রয়েছে, বিশ্বকাপের মঞ্চে ভালো খেলতে হবে। তার জন্য এখন থেকেই ভালো খেলতে হবে।’
যেহেতু বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ। সবকিছুই চেনা-জানা কন্ডিশন, সেক্ষেত্রে প্রথম লক্ষ্য কী থাকছে আপনার কাছে? মিরাজ বললেন, ‘আমাদের প্রথম লক্ষ্য থাকবে টপ ফোরে থাকা।’
ফাইনালের স্বপ্ন আছে কি না? উত্তরে মিরাজ বললেন, ‘আমরা যদি ইনশাআল্লাহ টপ ফোরে থাকি অবশ্যই তখন আমাদের... আমরা ফাইনাল খেলতে পারব। আমরা ক্যাপাবল, আমরা ফাইনাল খেলার মতোই দল।’
এসএইচ/এটি