২০২০ সালে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী যুব দলের সদস্য ছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। তবে এখনও জাতীয় দলের জার্সিতে খেলা হয়নি সাতক্ষীরার এই পেসারের। মাস খানেক আগেই সংযুক্ত আরব আমিরাত থেকে খেলে এসেছেন টি-টেন লিগ। সেখানে সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্সের হয়ে মাঠ মাতান মৃত্যুঞ্জয়। একই দলে ছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। তার কাছ থেকে পাওয়া উপদেশ কাজে দিয়েছে মনে করেন এই পেসার।

আসন্ন বিপিএলে মৃত্যুঞ্জয় খেলবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। মিরপুর শের-ই বাংলার একাডেমি মাঠে দলীয় অনুশীলন শেষে সোমবার গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। কথা বলার এক পর্যায়ে জানান, আমিরের শেখানো কৌশল কাজে লেগেছে তার।

এ প্রসঙ্গে মৃত্যুঞ্জয় বলেন, ‘হ্যাঁ একসঙ্গে থাকার কারণে শেখা হয়েছে। আমরা সবাই জানি আমির বিশ্বমানের বোলার। তিনি আমাকে অনেক বড় কোনো উপদেশ দেয়নি কিন্তু ছোট ছোট যেগুলো বলেছে সেগুলো আমার প্রয়োজন ছিল। আগে যেসব লিগ খেলতাম সেখানে এক-দুইটা ভুল করলে সমস্যা ছিল না কিন্তু টি-টেনে যখন প্রথম দুইটা প্রস্তুতি ম্যাচ খেলেছি। তখন থেকেই ছোট ছোট কিছু ভুল আমাকে ভোগাচ্ছিল।’

মৃত্যুঞ্জয় যোগ করেন, ‘ওই দুই ম্যাচের পর আমির ভাই আমাকে ছোট ছোট কিছু উপদেশ দেন যা আমাকে খুব সাহায্য করে। আর শেষ ম্যাচটা আমি মনে করি আমার জন্য খুব ভালো অভিজ্ঞতা ছিল। এ টুর্নামেন্টে আমাকে সাহায্য করবে।’ 

টি-টেনে খেলতে পারা জীবনের বড় মুহূর্ত দাবি করে মৃত্যুঞ্জয় বলেন, ‘এক মাস আগে আমি টি-টেন খেলতে গিয়েছিলাম। আমি বলব, এটা আমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। এতো সুন্দর জায়গায় খেলতে পারলাম। আর অভিজ্ঞতার দিক থেকে আমার ক্যারিয়ারে ওই এক মাস ছিল সবচেয়ে ভালো অভিজ্ঞতা।’

এসএইচ/এনইআর