বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত সদস্য তাইজুল ইসলাম। লাল বলের ক্রিকেটে গেল কয়েক বছরে ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন নাটোরের এই ক্রিকেটার। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠে নামবেন বাঁহাতি এ স্পিনার। 

মঙ্গলবার মিরপুর শের-ই বাংলার একাডেমি মাঠে দলীয় অনুশীলন করে চট্টগ্রাম দল। এরপর দলের প্রতিনিধি হিসেবে গণমাধ্যমের মুখোমুখি হন তাইজুল। জানালেন, সাদা বলের অনুশীলনে ঘাটতির কথা। তবে বাঁহাতি এ স্পিনারের আশা, স্কিল থাকলে সব ফরম্যাটেই মানিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ।

যেমনটা বলছিলেন তাইজুল, ‘সত্যি বলতে গেলে সাদা বলে অনুশীলন খুব একটা হয়নি। বিসিএলে তিনটা ম্যাচ খেলেছি। তবে পর্যাপ্ত খেলা হয়নি। কারণ লংগার ভার্শন খেলতে গেলে লম্বা সময় বল করতে হয়। প্র্যাক্টিসেও চেষ্টা করি অনেক সময় ধরে বল করতে। কিন্তু ওই যে বললাম, ভালো স্কিল থাকলে সব ফরম্যাটে মানিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ।’

রংপুর রাইডার্স এবার নিজেদের মাঠে অনুশীলন করছে। এটা দলটির জন্য একটা সুবিধা বলে মনে করেন তাইজুল। তবে সব দলেরই ভবিষ্যতে এমন সুযোগ হবে বলে আশাবাদী এই টাইগার ক্রিকেটারের।

এপ্রসঙ্গে তাইজুল বলেন, ‘অবশ্যই তারা একটু এগিয়ে থাকবে। কারণ তারা ভালো একটা সুবিধা পাচ্ছে। সবকিছুই নিজেদের। এখানে দেখবেন যে সবমিলিয়ে একটা দল দুই ঘণ্টা পাচ্ছে। ওদের কিন্তু আনলিমিটেড। এটা আসলে ওদের একটা বাড়তি সুবিধা। সব দলের তো সেই সুবিধা এখনও হয়নি। ভবিষ্যতে হবে। এটা হলে সব দলই সুবিধা পাবে আর কী।’

এসএইচ/এনইআর/এটি