রংপুরকে চ্যাম্পিয়ন দেখতে চান তারেক আজিজ
নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা উঠতে যাচ্ছে ৬ জানুয়ারি থেকে। অংশগ্রহণকারী সব ফ্র্যাঞ্চাইজি দলগুলোর মতো অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্সও। নিজেদের প্রস্তুতকৃত মাঠেই অনুশীলনে ব্যস্ত সময় পার করছে নুরুল হাসান সোহানের দল। এবারের বিপিএলে দলটির বোলিং কোচের দায়িত্বে আছেন বাংলাদেশ দলের সাবেক পেসার তারেক আজিজ খান।
বিপিএল শুরুর আগে নিজেদের লক্ষ্য, অধিনায়ক, দলের পেসার এবং অন্যান্য বিষয় নিয়ে ঢাকা পোস্টের সঙ্গে একান্তে কথা বলেছেন টাইগারদের সাবেক এই ক্রিকেটার। জানিয়েছেন এবারের বিপিএলে চ্যাম্পিয়ন হওয়াই মূল লক্ষ্য দলের।
বিজ্ঞাপন
প্রশ্নঃ তারুণ্যনির্ভর রংপুর দলকে কেমন দেখছেন?
তারেক আজিজঃ আলহামদুলিল্লাহ। এবার আমরা দলে রেখেছি সব তরুণদের। ভরসা করেই তাদের কিনেছি। তাই যাদেরকে নেওয়া হয়েছে তাদের প্রতি বিশ্বাসের লেভেলটা সেইভাবেই রাখা হয়েছে। এখন দেখার বিষয় আমরা যারা কোচিং বা ম্যানেজমেন্টে আছি তারা কতটুকু আদায় করে নিতে পারি ওদের থেকে। সোহানের নেতৃত্বে দলটা ভালো করার জন্য আসলে খুবই উদগ্রীব। এখন মাঠে নামার অপেক্ষায় আছি আমরা। আমরা বিশ্বাস রাখি ভালো কিছু করব।
বিজ্ঞাপন
প্রশ্নঃ বিপিএল ইতিহাসে নিজেদের মাঠে প্রথম দল হিসেবে অনুশীলন করছেন। ব্যাপারটিকে কিভাবে দেখছেন?
তারেক আজিজঃ সত্যি কথা বলতে, এটা একটা বড় পাওয়া রংপুর রাইডার্সের জন্য। নিজস্ব মাঠে অনুশীলনের পাশাপাশি সকল সুবিধা রয়েছে এখানে। এটা যেকোনো একটা ফ্র্যাঞ্চাইজির জন্য বাড়তি অনুপ্রেরণা কাজ করবে। লম্বা সময় ধরে অনুশীলন করা যাচ্ছে, ব্যক্তিগত স্কিলের উপর জোর দেওয়া যাচ্ছে। উইকেটের উপর কাজ করা হচ্ছে। সুতরাং এটা দলের জন্য কাজে দিচ্ছে। ছোট ফরম্যাটের জন্য অনুশীলনই তো ভালো খেলার চাবিকাঠি। অনুশীলনের জন্য যথেষ্ট সময় এবং সুযোগ দুটোই রয়েছে। আমি মনে করি ফ্যাসিলিটির ক্ষেত্রে এটা একটা বড় সংযোজন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। বসুন্ধরার পাশাপাশি অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোরও এভাবে এগিয়ে আসা উচিত।
প্রশ্নঃ কোন বোলারদের উপর ভরসা রাখছেন বেশি?
তারেক আজিজঃ পেস বোলার যারা দলে রয়েছেন তারা সবাই উদীয়মান। ধরেন হাসান মাহমুদ, রিপন মন্ডল, রবিউল। বাইরে থেকে রয়েছে পাকিস্তানের হারিস। এছাড়াও রয়েছে আফগানিস্তানের বোলার। সবমিলিয়ে একটা পরিকল্পনা করে এগিয়েছি যে আমাদের এই তরুণ ক্রিকেটারদেরও প্রমোট করতে হবে, এরাই তো বাংলাদেশের ভবিষ্যত। এটা একটা বড় টুর্নামেন্ট যেখানে আপনার ভালো করলে আত্মবিশ্বাস বাড়বে। যাদেরকে আমরা পছন্দ করেছি তারা সবাই প্রমিজিং, সবাই অপেক্ষায় আছে ভালো কিছু করার। কোচিং প্যানেল থেকে দায়িত্ব তাদের সব বিষয়ে ধারণা দেওয়া। এছাড়া স্কিলের জায়গাগুলোতে ছোটোখাটো কিছু ধারণা দেওয়া, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কিভাবে নিজেদের প্রকাশ করতে হবে। আসলে এত অল্প সময়ে কোচিংয়ের সব কিছু শেখানোটাও কঠিন (হাসি)। কিন্তু আমরা খুবই আশাবাদী। চেষ্টা থাকবে সর্বোচ্চটা বের করে আনার।
প্রশ্নঃ শোয়েব মালিক-সিকান্দার রাজাদের মতো তারকা ক্রিকেটাররা কবে যোগ দিচ্ছেন দলে?
তারেক আজিজঃ এটা আসলে সম্পূর্ণ ম্যানেজমেন্ট পার্ট। সত্যি কথা বলতে কি আমাদের প্রস্তুতি ম্যাচ আছে, আমরা আলাদা করে ক্রিকেটারকে নিয়ে লম্বা সময় ধরে কাজ করছি। তারা তো আন্তর্জাতিক খেলোয়াড়, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে তারা প্রস্তুতই আছে।
প্রশ্নঃ নাইম শেখ, শেখ মেহেদী বা শামীম পাটোয়ারি এরা জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে খেললেও এখন আর দলে নেই। কিভাবে দেখছেন বিষয়টি?
তারেক আজিজঃ দিনশেষে তো জয়টাই মূল বিষয়। তারা অনুশীলন করছে, নকিং করছে। প্রস্তুতিতে যাতে কোনো ঘাটতি না থাকে সেজন্য তাদের সময় দেওয়া হচ্ছে। তারা যেন সম্পূর্ণভাবে নিজেদেরকে প্রস্তুত রাখতে পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। তাদের জন্য বিপিএল তো একটা বড় মঞ্চ যেখানে পারফর্ম করে আবার বাংলাদেশ দলে ব্যাক করতে পারবে। এটা একটা ভালো দিক যে আমরা যাদেরকে নিয়েছি তাদের বয়সটা অনুকূলে রয়েছে। এখন তাদের পরফর্ম করতে হবে।
প্রশ্নঃ অধিনায়কের কাছে আপনার চাওয়া থাকবে কোন জিনিসটি?
তারেক আজিজঃ সোহানের সঙ্গে তো দীর্ঘদিন কাজ করেছি আমরা। শেখ জামালে একসাথে কাজ করেছি। আমরা জানি ওর সম্পর্কে, পরিস্কার ধারণা আছে। ওরও পরিস্কার ধারণা আছে। দলের নেতৃত্বে আসলে অসাধারণ সে। খেলোয়াড়ের কাছ থেকে রেজাল্ট বের করে আনতে জানে। সোহানের নেতৃত্বেই তো গতবছর চ্যাম্পিয়ন হয়েছি। আমি চাই ও নিজে পারফর্ম করুক এবং সামনে থেকে দলকে নেতৃত্ব দিক। দল হিসেবে অবদান রাখতে পারলে অধিনায়ক বা কোচের জন্য কাজটা সহজ হয়ে যায়। সেই জায়গাতে সোহান আমাদের প্রথম পছন্দ। সোহান সেই ক্যাপাবল এবং সেই ধরণের পরফরম্যান্স ডেলিভার করার যোগ্যতা রয়েছে তার। সবকিছু মিলিয়ে বলতে পারি আমরা খুশি। সোহানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি।
প্রশ্নঃ নবম আসরে রংপুরকে কোথায় দেখতে চান?
তারেক আজিজঃ অবশ্যই চ্যাম্পিয়ন দেখতে চাই রংপুরকে। এটা আমাদের আল্টিমেট গোল। বাট এটা একটা প্রক্রিয়া, ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে। ম্যাচে কে কত ভালো করছে এসব অনেক কিছু থাকে। বাট আমাদের আল্টিমেট গোল ওইটাই। রংপুর সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গঠন করে। এই ধারাবাহিকতাতেই এবছরও দল গঠন করা হয়েছে। ইনশাআল্লাহ এবার আমরা রংপুরকে অন্তত একটা ট্রফি এনে দিতে চাই।
এসএইচ/এনইআর