সরাসরি দেখা যাবে রংপুর-খুলনার প্রস্তুতি ম্যাচ
৬ জানুয়ারি থেকে পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর নবম আসরের। ইতোমধ্যে অংশগ্রহণকারী সব ফ্র্যাঞ্চাইজি দলগুলো শুরু করে দিয়েছে দলীয় অনুশীলন। তবে এবার ভিন্ন রকম এক প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বিপিএলের এই দুই ফ্র্যাঞ্চাইজি।
বুধবার প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আধুনিক সুবিধাসম্পন্ন মাঠে গড়াবে এই ম্যাচ। সেখানেই আগামীকাল বেলা ১২ টায় মাঠে গড়াবে ম্যাচটি। ম্যাচটি প্রস্তুটির জন্য হলেও সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
বিজ্ঞাপন
রংপুর রাইডার্সের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল এবং টি স্পোর্টস ডিজিটালে সরাসরি দেখা যাবে এই ম্যাচ।
এসএইচ/এনইআর
বিজ্ঞাপন