ছক্কা বাঁচাতে ক্যামেরাম্যানের গায়ের উপর শান্ত
সোমবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচে ঘটে অদ্ভুত এক ঘটনা। কুমিল্লার ইনিংসের চতুর্থ ওভারে মাশরাফি বিন মুর্তজার বল ফ্লিক শটে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ বাউন্ডারির দিকে পাঠান ইংলিশ ব্যাটার ডেভিড মালান। সীমানাপ্রান্তে উড়ে গিয়ে সেই বল ফেরান নাজমুল হোসেন শান্ত।
মালানের নিশ্চিত ছয় ঠেকিয়ে দলের ৪ রান বাঁচান শান্ত। নিঃসন্দেহে বাহবা পাওয়ার মতো একটি কাজ। তবে এটি করতে গিয়ে মাঠে উপস্থিত ক্যামেরাম্যানকে খানিকটা আহত করেছেন সিলেটের ওপেনার। মালানের তুলে দেওয়া শটটা শূন্যে ভেসে তালুবন্দী করেন শান্ত। তবে বল হাতের মধ্যে থাকলেও তখন ক্যাচটা ধরা একেবারেই অসম্ভব ছিল শান্তর পক্ষে। তাই শূন্যে ভেসে বলটাকে ভেতরে পাঠিয়ে দেন তিনি।
বিজ্ঞাপন
বল ভেতরে ছুঁড়ে দিয়ে শান্ত নিজের শরীর ভাসিয়ে দেন পেছনে সীমানার বাইরে। আর মাটিতে পড়তেই সেই স্থানে থাকা এক সম্প্রচার চ্যানেলের ক্যামেরাম্যানের গায়ে উপরে গিয়ে পড়েন। শান্তর শরীরের ধাক্কায় ক্যামেরাসহ পড়ে যান সেই ক্যামেরাম্যান। তবে ঘটনায় শান্ত কিংবা সেই ক্যামেরাম্যান কেউই গুরুতর আহত হননি। বরং মাঠের দর্শকরা খানিকটা বিনোদিত হয়েছেন এতে।
সোমবারের ম্যাচে অবশ্য জয় পেয়েছে শান্তর দল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচে শতভাগ জয় এখন মাশরাফি-মুশফিকের সিলেটের। পয়েন্ট টেবিলেও শীর্ষস্থান ধরে রেখেছে সিলেটের দলটি।
বিজ্ঞাপন