‘জাকেরের উইকেট নিয়ে মিরাজ ভাইও আউট বলেছিল’
কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচে আলোচনার শীর্ষে বিতর্কিতভাবে আউট হওয়া কুমিল্লার ব্যাটার জাকের আলি অনিকের নাম। মূলত কুমিল্লার ব্যাটিং ইনিংসের ১৪তম ওভারে ইফতিখার আহমেদের করা বল লেগ স্টাম্পের বাইরে পিচ করে প্যাডে আঘাত হানে জাকেরের। সেসময় ব্যাটে থাকা জাকেরকে আউট দেন মাঠে থাকা আম্পায়ার।
এ নিয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলনে বরিশালের পেসার কাজী অনিক আসলে তার কাছে জানতে চাওয়া হয় মাঠে কী অবস্থা ছিল দলের মধ্যে।
বিজ্ঞাপন
জবাবে অনিত বলেন, সাকিব ভাই দেখছিলেন, যখন দেখছিলেন যে প্রায় পিচিং আউটসাইড লেগ, আবার টাচও করছিল, তো আম্পায়ার্স কল ছিল ওটা। সাকিব ভাই বলছিলেন, মিরাজ ভাইও বলছিলেন যে ওটা আউট, আম্পায়ার্স কলে।
বিপিএলের প্রথম ম্যাচে হারলেও পরের তিন ম্যাচ জিতে নিয়েছে ফরচুন বরিশাল। ফিনিক্স পাখির মতো দলের এমন করে ফিরে আসা নিয়ে অনিক বলেন, আমরা প্রথম ম্যাচটা দুর্ভাগ্যজনকভাবে হেরে গিয়েছিলাম… কিন্তু মাশা আল্লাহ আমাদের দল বেশ ভালো, সবার সঙ্গে সবার খুব ভালো একটা বন্ধন হয়ে গেছে এত দিনে। আলহামদুলিল্লাহ, এই বন্ধনের কারণে আমরা ভালো করছি। যেমন আজকের ম্যাচে, খুব ভালো বন্ধন ছিল আমাদের, সে কারণেই জিতেছি।
বিজ্ঞাপন
এসএইচ/কেএ