বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) সোমবার দিনের প্রথম ম্যাচে লড়তে যাচ্ছে রংপুর রাইডার্স এবং ঢাকা ডমিনেটরস। ইতোমধ্যে টসও অনুষ্ঠিত হয়েছে।

এদিন প্রথমে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। ফলে ব্যাটিংয়ে নামবেন সৌম্য সরকার-নাসির হোসেনরা।

রংপুর রাইডার্স একাদশ: মোহাম্মদ নাইম, রনি তালুকদার, মাহেদী হাসান, শোয়েব মালিক, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নওয়াজ, শামীম হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), রকিবুল হাসান, হারিস রউফ, হাসান মাহমুদ।

ঢাকা ডমিনেটরস একাদশ: সৌম্য সরকার, মিজানুর রহমান, উসমান গনি, মোহাম্মদ মিঠুন, অ্যালেক্স ব্লেক, নাসির হোসেন (অধিনায়ক), আরিফুল হক, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, সালমান ইরশাদ, জুবায়ের হোসেন।

এসএইচ/এমজে