স্বাগতিক ভারতের স্পিন ধাক্কা সামলে উঠতে না পারায় প্রথম ইনিংসে ১৭৭ রানেই থামে অস্ট্রেলিয়া। অন্যদিকে, ভারতীয়দের ব্যাটিংয়ে সম্পূর্ণ বিপরীত চিত্র ফুটে উঠেছে। ফলে অজিদের সংগৃহিত রানের দ্বিগুণ লিড নিয়েছে স্বাগতিকরা। লোয়ার অর্ডার ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে ৪০০ রানে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে। ফলে ভারতের লিড দাঁড়িয়েছে ২২৩ রানে।

আগের দিন দুই লোয়ার অর্ডার ব্যাটার রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের হাফ-সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে ৩২১ রানে দ্বিতীয় দিন শেষ হয়। এ দুজনের জুটিতে ভারতের স্কোরবোর্ডে ৮৮ রান জমা হয়। তবে তৃতীয় দিন ব্যাটে নেমে মাত্র ৪ রান যোগ করতেই টড মারফির বলে বোল্ড হন জাদেজা। ৭০ রান করে তিনি মাঠ ছাড়েন।

আরও পড়ুন : ‘আঙুলে মলম বিতর্ক : জাদেজার শাস্তি নিয়ে যা বলল আইসিসি’

এরপর অক্ষর প্যাটেলের সঙ্গে দারুণ সঙ্গ দেন পেসার মোহাম্মদ শামি। শেষদিকে তার ওয়ানডে স্টাইলের ৩৭ রানের ক্যামিও ভারতের লিড বাড়াতে সহায়তা করে। অন্যদিকে কামিন্সের বলে বোল্ড হওয়ার আগে অক্ষর করেছেন ৮৪ রান। সাদা পোশাকে এটি তার ব্যক্তিগত সর্বোচ্চ রান।

অস্ট্রেলিয়ার হয়ে মারফি ৭টি উইকেট নিয়েছেন। দলের শোচনীয় অবস্থায় অভিষেক ম্যাচ কি দারুণভাবেই না রাঙালেন এই স্পিনার। এছাড়া, অজি অধিনায়ক কামিন্স ২টি এবং লায়ন একটি উইকেট শিকার করেছেন।

এএইচএস