আবাহনী নয়, মোহামেডানেই খেলবেন সাকিব
আগামী মাস থেকেই মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসর। ইতোমধ্যে অংশগ্রহণকারী সব দলগুলো নিজেদের খেলোয়াড় গোছাতে শুরু করে দিয়েছে। সাকিব আল হাসান কোন দলে খেলবেন তা নিয়ে গুঞ্জন ছিল বেশ। তবে সেসব গুঞ্জনের অবসান ঘটল। অবশেষে জানা গেল আবাহনীর হয়ে নয় সাকিব খেলবেন মোহামেডান দলের হয়ে।
সোমবার এক ভিডিও বার্তার মাধ্যমে মোহামেডান ক্রিকেট কমিটির সহ-সভাপতি এজিএম সাব্বির নিশ্চিত করেছেন সাকিবের মোহামেডানের হয়ে খেলার খবর। তিনি বলেন, ‘সাকিব আল হাসান ঢাকা প্রিমিয়ার লিগের ২০২৩ মৌসুমে মোহামেডানের হয়ে খেলবেন। অন্য কোনো ক্লাবের ওয়েবসাইটে যদি কোনো ছবি দেখা গিয়ে থাকে অথবা কেউ যদি দাবী করে থাকে যে সাকিব অন্য ক্লাবে খেলছেন তাহলে সেটা সত্য খবর না।’
বিজ্ঞাপন
সাব্বির যোগ করেন, ‘আজ ২০ই ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ৫ টায় আমি সাকিবের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে নিশ্চিত করেছেন যে অন্য ক্লাবের হয়ে খেলার বিষয়ে এমন কোনো আলোচনাতেই তিনি ছিলেন না।’
এদিকে চলতি মৌসুমের জন্য আবাহনী নতুন করে দলে ভিড়িয়েছে তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, রাকিবুল হাসান, রিপন মন্ডলের মতো ক্রিকেটারকে, রয়েছেন লিটন দাসও।
বিজ্ঞাপন
এসএইচ/এনইআর