আগামী ৩১ মার্চ বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স বনাম ধোনির চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। এবারের আইপিএলে সর্বোচ্চ তিন জন বাংলাদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। এছাড়া টাইগার পেসার মুস্তাফিজুর রহমান খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। 

এদিকে, আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে দিল্লি। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে টুর্নামেন্টটি খেলা হচ্ছে না দলটির নিয়মিত অধিনায়ক রিশভ পন্তের। আর তাই আসন্ন মৌসুমে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বের ব্যাটন কার হাতে উঠছে তা নিয়ে ছিল জল্পনা। অবশেষে জানা গেল, নিয়মিত অধিনায়ক পন্তের জায়গায় নেতৃত্ব দিতে দেখা যাবে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নারকে। 

পন্তের জায়গায় অধিনায়ক হিসেবে আগে থেকেই দিল্লির পছন্দ ছিল ওয়ার্নার। তবে সম্প্রতি ভারতের মাটিতে টেস্ট খেলতে এসে চোট পেয়ে ছিটকে যান ওয়ার্নার। আর তাতেই চিন্তা বাড়ছিল দিল্লির। কিন্তু শেষ পর্যন্ত ওয়ার্নারকেই অধিনায়ক করল তারা।

এদিকে, আগামী পহেলা এপ্রিল লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল মিশন শুরু করবে মুস্তাফিজের দল। 

 দিল্লি ক্যাপিটালসের ম্যাচ সূচি

তারিখ ম্যাচ ভেন্যু
০১ এপ্রিল দিল্লি বনাম লখনৌ  লখনৌ
০৪ এপ্রিল দিল্লি বনাম গুজরাট টাইটান্স দিল্লি
০৮ এপ্রিল রাজস্থান রয়্যালস বনাম দিল্লি গুয়াহাটি
১১ এপ্রিল দিল্লি বনাম মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি
১৫ এপ্রিল আরসিবি বনাম দিল্লি বেঙ্গালুরু
২০ এপ্রিল দিল্লি বনাম কলকাতা দিল্লি
২৪ এপ্রিল হায়দরাবাদ বনাম দিল্লি হায়দরাবাদ
২৯ এপ্রিল দিল্লি বনাম হায়দরাবাদ দিল্লি
০২ মে গুজরাট বনাম দিল্লি আহমেদাবাদ
০৬ মে দিল্লি বনাম আরসিবি দিল্লি
১০ মে চেন্নাই বনাম দিল্লি চেন্নাই
১৩ মে দিল্লি বনাম পাঞ্জাব দিল্লি
১৭ মে পাঞ্জাব বনাম দিল্লি ধর্মশালা
২০ মে দিল্লি বনাম চেন্নাই দিল্লি

এফআই