ছেলের জন্য দোয়া চাইলেন সাকিব
সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির
তৃতীয় সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। দুই কন্যার পর সাকিব ও শিশির দম্পতির ঘর আলো করে এসেছে এক পুত্রসন্তান। সোমবার বিকেলে তৃতীয় সন্তানের জনক হন বিশ্বসেরা এই অলরাউন্ডার। নবাগত সন্তানের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তিনি।
সাকিব লিখেছেন, ‘আনন্দের সাথে আপনাদের সবাইকে জানাচ্ছি যে, মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের কোলজুড়ে এসেছে ফুটফুটে একটি পুত্র সন্তান। ১৫ই মার্চ, সোমবার আলায়না ও এরাম দেখা পেয়েছে তাদের ছোট ভাইয়ের। শিশির ও নবজাতক দুজনই সুস্থ আছে। সকল শুভকামনা ও প্রার্থনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য সবাই দু'আ করবেন।’
বিজ্ঞাপন
By the grace of Almighty Allah, we have been blessed with a beautiful son on the eve of Monday, March 15, 2021. Alayna...
Posted by Shakib Al Hasan on Tuesday, March 16, 2021
২০১২ সালের স্মরণীয় ১২.১২.১২ তারিখে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে জীবনের ইনিংস শুরু করেন সাকিব। এরপর ২০১৬ সালে সাকিবের প্রথম কন্যা আলায়না হাসান অব্রির জন্ম হয়। গত বছরের এপ্রিলে দ্বিতীয়বারের মতো বাবা হন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দ্বিতীয় কন্যার নাম রাখেন এরাম হাসান। দু’জনের জন্মই হয়েছে যুক্তরাষ্ট্রে। আগের দুই সন্তানের মতো তৃতীয় সন্তানও জন্ম নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
বিজ্ঞাপন
সাকিবের মতো দোয়া চেয়েছেন উম্মে আহমেদ শিশিরও। দুই কন্যার পর পুত্র সন্তান জন্ম দিয়ে নিজের আনন্দের কথা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন তিনি।