জোড়া ডাক খেয়ে বাশারের সঙ্গী বাভুমা
ছবি: সংগৃহীত
সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে ২ বল খেলে ডাক খেয়ে সাজঘরে ফিরেছিলেন টেম্বা বাভুমা। এরপর দ্বিতীয় ইনিংসে তার নামের পাশে গোল্ডেন ডাক। সেঞ্চুরিয়ন টেস্টের দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়ে বিব্রতকর এক রেকর্ড গড়েছেন তিনি।
টেস্ট ইতিহাসে চতুর্থ অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে এক ইনিংসেও রানের দেখা পাননি তিনি। এই লজ্জার রেকর্ডে প্রোটিয়া অধিনায়ক সঙ্গী হিসেবে পেয়ে গেছেন অস্ট্রেলিয়ার মার্ক টেলর, পাকিস্তানের রশিদ লতিফ ও বাংলাদেশের হাবিবুল বাশারকে।
বিজ্ঞাপন
১৪৬ বছরের টেস্ট ইতিহাসে দুই ইনিংসেই ডাক (জোড়া শূন্য) মারার বিব্রতকর রেকর্ড এত দিন ছিল ২৪ জন অধিনায়কের। আর টেস্ট অধিনায়কত্বের অভিষেকেই এমন ঘটনা ছিল ৩ জনের। গত রাতে সংখ্যা দুটি বেড়ে হলো ২৫ ও ৪।
সুপারস্পোর্ট পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেতা বাভুমার হতাশার দিনে ছড়ি ঘুরিয়েছেন বোলাররা। কাল টেস্টের দ্বিতীয় দিনে দুই দলের উইকেট পড়েছে ১৬টি। দিন শেষে দক্ষিণ আফ্রিকা এগিয়ে ১৭৯ রানে।
বিজ্ঞাপন