ছবি: সংগৃহীত

বিনা উইকেটে দলীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিল ইংল্যান্ড। কিন্তু এরপর স্কোরবোর্ডে আর ৫ রান যোগ করতেই ৩ উইকেট হারায় সফরকারীরা। আর ৫৫ রানের মধ্যেই ইংলিশদের টপ অর্ডারের তিন ব্যাটারকে ফিরিয়ে ভালোভাবেই ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। এরপর স্যাম কারান এবং জেমস ভিন্সের ব্যাটে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। তবে কারানকে ২৩ রানে ফিরিয়ে সেই জুটি ভাঙ্গেন মিরাজ।  

২৪ ওভার শেষে ইংলিশদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১০৭ রান। বাটলার ১ রান এবং  ভিন্স ২৭ রান নিয়ে উইকেটে আছেন। 

এর আগে দিনের শুরুতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নামে বাংলাদেশ দল। তবে শুরুটা মোটেও ভালো ছিল না টাইগারদের। লিটন দাস-তামিম ইকবালরা পাননি বড় রানের দেখা।

তবে নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের অর্ধশতকে ভর করে বাংলাদেশ দল সংগ্রহ করে ২৪৬ রান সবকটি উইকেট হারিয়ে।

এইচজেএস