বাংলাদেশের জোড়া আঘাত
ভয়ঙ্কর হয়ে উঠছিল বাটলার-সল্ট জুটি। বাংলাদেশের ক্যাচ মিসের আক্ষেপের দিনে ব্যাট হাতে সাগরিকা পাড়ে রীতিমতো ঝড় তোলার আভাস দিচ্ছিলেন তারা। তবে নাসুমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হলো ফিল সল্টকে। দলীয় ৮০ রানের মাথায় ভাঙল সফরকারীদের উদ্বোধনী জুটি।
এরপর নাসুমের দেখানো পথে হাঁটলেন সাকিবও। ম্যাচের শুরুতে সহজ ক্যাচ হাতছাড়া করার পর ইংলিশ মারকুটে ব্যাটার ডেভিড মালানকে সহজ শিকারে পরিণত করলেন। এ যেন শাপমোচন টাইগার অধিনায়কের।
বিজ্ঞাপন
শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৮৯ রান।
নাসুমের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করে ঠিক মতো খেলতে পারেননি সল্ট। ব্যাটের নিচের কানায় লেগে আসার পর গ্লাভসে জমান লিটন। ভাঙে ৬০ বল স্থায়ী ৮০ রানের জুটি। অবশ্য আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেন সল্ট। তিনি নিশ্চিত ছিলেন বল স্পর্শ করেনি ব্যাট। তবে আল্ট্রাএজে দেখা যায়, মৃদু স্পর্শ ছিল। ৩৫ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৮ রান করেন ডানহাতি ওপেনার।
বিজ্ঞাপন
ফিল্টকে ফেরানোর পর ক্রিজে নামা ডেভিড মালানকে থিতু হতে দিলেন না সাকিব। ছক্কা মারতে গিয়ে লংঅনে ধরা পড়লেন বাঁহাতি এই ব্যাটার। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে চমৎকার ক্যাচ নেন শান্ত। ৭ বলে মালান করেন ৪ রান।
পরপর উইকেট হারালেও রানের গতি থামেনি সফরকারীদের। নাসুমের বলে জীবন পাওয়া বাটলার ছুটছেন যেন। এরই মধ্যে ৪ চার ও সমান ছক্কার মারে ৪১ বলে ৬৭ রান করেছেন ইংলিশ কাপ্তান।