সময় যত গড়াচ্ছে ততই জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে প্রথম ম্যাচেই জয়ের দ্বারপ্রান্তে স্বাগতিকরা। জয়ের জন্য আর প্রয়োজন ৩০ বলে ২৯ রান। হাতে উইকেট আছে আরও ৬টি। 

আজকের আগে বাংলাদেশ দল ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে মোটে একটি। সেটাও আবার গেল বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে। এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছে দুই দল। যার শুরুটা রাঙানোর পথে টিম টাইগার্স।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম দেশের ক্রিকেটের অনেক অনেক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থেকেছে। আজ আরও একবার সেই মুহূর্তের অপেক্ষায় বুঁদ চট্টলার সমর্থকরা

বৃহস্পতিবার (৯ মার্চ) টস হেরে ব্যাট করতে নেমে জস বাটলার ও ফিল সল্টদের ব্যাটে ভর করে ১৫৬ রানের পুঁজি পেয়েছিল সফরকারীরা। রান তাড়া করতে নেমে লিটন দাস ও আট বছর পর দলে ফেরা রনি তালুকদারের ব্যাটে ভালো শুরু পায় বাংলাদেশ। যদিও ইনিংস বড় করতে পারেননি দুজনের কেউই। 

তবে শান্ত আর অভিষিক্ত হৃদয়ের ব্যাটে ভর করে জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ। জোফরা আর্চার, স্যাম কারান, আদিল রশিদ কাউকেই ছাড় দেননি শান্ত। মার্ক উডের ৪ বলে ৪ টা চারই হাঁকিয়ে বসে বাঁহাতি এই ব্যাটার। অন্যপ্রান্তে শান্তকে সঙ্গ দিয়ে চলছিলেন অভিষিক্ত হৃদয়। ২৭ বলে শান্ত তুলে নেন অর্ধ-শতক। তবে এরপরের বলেই ১৭ বলে ২৪ রান করে ফিরে যান হৃদয়।

অর্ধ-শতক করে শান্তও বেশিক্ষণ টিকতে পারেননি। ৫১ রানে থাকা অবস্থায় উডের বলে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন টাইগার এই ব্যাটার। বাকি পথটা আফিফ হোসেনকে নিয়ে শেষ করার অপেক্ষায় সাকিব।

এফআই