পাকিস্তান সুপার লিগ (পিএসএলে) একটি রেকর্ডময় রাত পার করল। শুক্রবার (১০ মার্চ) অনুষ্ঠিত ম্যাচের পুরো সময়টাই ছিল ব্যাটারদের দখলে। খেলা শেষে জয়ও এসেছে ব্যাটারদের হাত ধরে। মুলতান সুলতান ও পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচটিতে দু’দল মিলে রান করেছে ৪৮৭। তবে বেশিরভাগ রেকর্ডের পেছনে ভূমিকা রয়েছে ঝড়ো ব্যাটিং করা দক্ষিণ আফ্রিকান ব্যাটার রাইলি রুশোর। ম্যাচটিতে অনেকগুলো রেকর্ড গড়েছেন তিনি, নিজের গড়া রেকর্ড ভেঙেছেন নিজেই। ১৭ বলে হাফসেঞ্চুরির পর তিনি সেঞ্চুরি করতে মাত্র ৪১ বল খরচ করেছেন।

এদিন রুশোর ব্যাটিং ঝড়ে উড়ে গেছে প্রতিপক্ষ পেশোয়ার জালমি। যদিও টি-টোয়েন্টির জন্য ২৪৩ রানের বড় সংগ্রহই করেছিল পেশোয়ার। শেষ পর্যন্ত রুশোর তাণ্ডব থামে ১২১ রানে। যা রান তাড়ায় পাকিস্তানের লিগটিতে কোনো ব্যাটারের তৃতীয় সর্বোচ্চ ইনিংস। এর কয়েকদিন আগেই সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন ইংলিশ মারকুটে ব্যাটার জেসন রয়। রয়ের ১৪৫ রানের বিধ্বংসী ইনিংসে তার দলও সে ম্যাচে পেশোয়ারকেই হারিয়েছিল।

এর আগে রুশো মাত্র ৪৩ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন। ২০২০ সালের পিএসএলে একই দলের হয়েই রেকর্ডটি গড়েছিলেন তিনি। এবার তারচেয়ে আরও দু’বল কম খেলে রুশো নিজের রেকর্ড ভেঙেছেন। একইসঙ্গে পাকিস্তানি লিগটিতেও এটি কোনো ব্যাটারের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এই ম্যাচে রুশো হাফসেঞ্চুরি পূরণ করতে খেলেন মাত্র ১৭ বল। যা যৌথভাবে টুর্নামেন্টের দ্রুততম ফিফটি। তিনি ছাড়াও আরও তিনজন ব্যাটার এই রেকর্ড গড়েছেন। এই কীর্তি গড়া বাকি দুজন হলেন- পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল, আসিফ আলী এবং আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাই।

এই ম্যাচে ২৪৪ রানের বড় টার্গেট দাঁড় করেছিল পেশোয়ার। কিন্তু সেটিও যথেষ্ট হয়নি। তাদের সেই রান পেরিয়ে মুলতান দ্বিতীয় সর্বোচ্চ রান-তাড়ার রেকর্ডও গড়েছে। এটি কেবল পিএসএলের ইতিহাসেই নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসেও এটি দ্বিতীয় সর্বোচ্চ রান-তাড়ার রেকর্ড। এর আগে ২০১৮ সালে নিউজিল্যান্ডের দেওয়া সর্বোচ্চ ২৪৪ রান পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। তবে পিএসএলের প্রথম ইনিংসে এরচেয়েও বড় রান করার নজির রয়েছে।

আরও পড়ুন : পাকিস্তানি খেলোয়াড়ের স্ত্রীকে দেখে বেফাঁস মন্তব্য ধারাভাষ্যকারের

ম্যাচটিতে দু’দলের বাউন্ডারিতে সবমিলিয়ে ৩৫৬ রান এসেছে। যা টি-টোয়েন্টি ফরম্যাটে কেবল বাউন্ডারিতেই দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের একটি ম্যাচে বাউন্ডারিতে ৩৬২ রান এসেছিল। পেশোয়ার ও মুলতানের ম্যাচটিতে পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ ৩২টি ছয়ের বাউন্ডারি এসেছে। এমনকি এক ম্যাচে সর্বোচ্চ রান করার নজিরও গড়েছে এই ম্যাচটি। দু’দল মিলে রান করেছে ৪৮৭।

এএইচএস