বৈশাখী শুভেচ্ছা জানালেন তামিম-লিটনরা
আজ পহেলা বৈশাখ। যাত্রা শুরু হলো নতুন আরেকটি বাংলা বছরের। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর ১৪৩০। তাকে স্বাগত জানাতে, উদযাপন করতে সমগ্র বাঙালী জাতি এক কাতারে। এমন দিন উদযাপনে পিছিয়ে নেই বাংলাদেশের ক্রিকেটাররাও। বৈশাখের নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভক্ত-সমর্থকদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তামিম-লিটনরা। প্রাণের উৎসবের আনন্দ ভাগাভাগি করেছেন দেশবাসীর সঙ্গে।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নিজের ফেসবুকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। একই ঢংয়ে শুভেচ্ছা জানিয়েছেন মুশফিকুর রহিমও।
বিজ্ঞাপন
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা
Posted by Tamim Iqbal on Thursday, April 13, 2023
এদিকে, আইপিএল খেলতে এখন ভারতে অবস্থান করছেন লিটন দাস। সেখান থেকেই নতুন বছরে সবার জন্য শুভকামনা জানালেন টাইগার এই উইকেটকিপার ব্যাটার। লিটন নিজের ফেসবুকে লিখেছেন, আশা করি অতীতের সব গ্লানি মুছে দিয়ে নতুন বাংলা বছর আপনার জীবনে নতুন দিগন্ত বয়ে আনবে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
বিজ্ঞাপন
আশা করি অতীতের সব গ্লানি মুছে দিয়ে নতুন বাংলা বছর আপনার জীবনে নতুন দিগন্ত বয়ে আনবে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। #শুভনববর্ষ #LKD16
Posted by Litton Kumer Das on Thursday, April 13, 2023
এছাড়া টাইগার ওপেনার সৌম্য সরকার লিখেছেন, চির নতুন রে দিলো ডাক, এসো হে বৈশাখ। বাংলা নববর্ষের শুভেচ্ছা।
এফআই