শুক্রবার বিকেএসপিতে মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে চড়ে বড় জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ নিয়ে টানা ৫ ম্যাচ জিতল সাকিব আল হাসানের দল। যদিও এদিন ভালো শুরুর পরেও ইনিংস বড় করতে পারেননি সাকিব। আগের ম্যাচে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলা মাহমুদউল্লাহও কিছু করতে পারেননি। অবশ্য অর্ধ-শতক পান ইমরুল কায়েস। তাতেই দলীয় সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২৭৬ রান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শাইনপুকুর ক্রিকেট ক্লাব সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলতে পারে ২২৪ রান। ফলে ৫২ রানের বড় জয় পায় মোহামেডান। 

এদিন টস হেরে আগে ব্যাট করতে নামে মোহামেডান দল। তবে শুরুতে ১ রান করে আউট হন আব্দুল মজিদ। এরপর অঙ্কনের ১২৫, ইমরুলের ৬৯ এবং সাকিবের ৩০ রানে ভর করে মোহামেডান পায় ৬ উইকেটে ২৭৬ রানের পুঁজি। 

জবাবে ব্যাট করতে নেমে শাইনপুকুরের দুই ব্যাটার খালিদ হাসান ও শুভম শর্মা দেখা পান ফিফটির। ওপেনার খালিদ ফিফটির পর অবশ্য ৫৭ বলে ৫৬ রান করে আউট হন জ্যাক লিনটটের বলে। এরপর মিরাজকে ক্যাচ দেওয়ার আগে শুভম করেন ৭০ বলে ৮ চারে ৬৬ রান। মাঝের সময়ে জয়ের সুভাস পেতে শুরু করেছিল তারা তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি শাইনপুকুর। গুটিয়ে গেছে ২২৪ রানে। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নাজমুল ইসলাম অপুর।

এসএইচ/এফআই