মোহামেডানের সুপার লিগ নিশ্চিত করে হেলিকপ্টারে ঢাকায় সাকিব
আসরের প্রথম পাঁচ ম্যাচে জয়হীন। চোখ রাঙাচ্ছিল অবনমনও। সুপার লিগের চিন্তা তখনো দূর কি বাত। তবে জাতীয় দলের ব্যস্ততা কাটিয়ে দলে সাকিব আল হাসান ফিরতেই যেন বদলে যায় দৃশ্যপট। দারুণভাবে ঘুরে দাঁড়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। টানা পাঁচ হারের পর টানা পাঁচ জয়ে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার লিগ নিশ্চিত করেছে দেশের ঐতিহ্যবাহী দলটি।
আজ (শুক্রবার) ডিপিএলে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৫২ রানে হারায় মোহামেডান। অবশ্য ব্যাট হাতে ইনিংস বড় করতে পারেননি সাকিব। আউট হয়ে গেছেন ৩০ রানের মাথায়। এদিকে, শাইনপুকুরের বিপক্ষে জয়ে চলমান ডিপিএলে তার দল সুপার লিগ নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
ম্যাচ জয়ের পর অবশ্য তড়িঘড়ি করেই সাকিব ছুটেছেন ঢাকায়। অবশ্য দ্বিতীয়বারের মতো বিকেএসপি থেকে সাকিব এদিন হেলিকপ্টারে চড়ে ঢাকায় ফিরেছেন। তবে এত ব্যস্ততার কারণ এখনো জানা যায়নি। এদিন তার সঙ্গে ছিলেন সৌম্য সরকার।
ডিপিএলের শুরুতে টানা হারে এক সময় সুপার লিগে উঠাই দুস্কর হয়ে পড়েছিল মোহামেডানের জন্য। তবে সবকিছুই বদলে দিয়েছেন সাকিব। এই তারকা ক্রিকেটার দলটিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত কোনো ম্যাচেই হারের মুখ দেখেনি মোহামেডান। আর এমন জয়ের ফলেই সুপার লিগ নিশ্চিত করেছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন এই দলটি।
বিজ্ঞাপন
এসএইচ/এফআই