ছবি: সংগৃহীত

লম্বা ক্যারিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়ে আছেন মহেন্দ সিং ধোনি। বয়স আর ফিটনেসে খানিকটা ভাটা পড়লেও পারফরম্যান্স আর জনপ্রিয়তায় কোনো আচড় লাগেনি। এখনও ক্রিকেট ভক্তদের কাছে 'নায়ক' তিনি।

 দক্ষিণি সিনেমার অভিনেত্রী খুশবু সুন্দরের শাশুড়িও ধোনির এই ভক্তদের একজন। সম্প্রতি ৮৮ বছর বয়সী এই ভক্তের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন ধোনি। এ ঘটনায় ধোনির প্রতি ভালোবাসাটা কয়েকগুন বেরে গেছে এই প্রবীণ ভক্তের। 

গত ম্যাচে রাজস্থানের বিপক্ষে ১৭ বলে ৩২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ধোনি। তবে দলকে জেতাতে পারেননি। আগামী সোমবার বেঙ্গালুরুর বিপক্ষে খেলতে নামবে ধোনির চেন্নাই। তার আগেই সম্প্রতি চেন্নাইয়ে ওই সমর্থকের সঙ্গে দেখা করেন ধোনি। অভিনেত্রী খুশবু নিজেই টুইটারে ছবি পোস্ট করে জানিয়েছেন এমন খবর। 

খুশবু লিখেছেন, ‘নায়ক তৈরি করা যায় না, তারা জন্মায়। ধোনি সেটা প্রমাণ করেছে। থালা ধোনির আন্তরিকতায় আমি ভাষা হারিয়ে ফেলেছি। ধোনি আমার ৮৮ বছর বয়সী শাশুড়ির সঙ্গে দেখা করেছে। মাহি, তুমি তার জীবনে আরো অনেক বছর সুস্থ ও সুখে থাকার আনন্দ যোগ করেছ। ধোনি, তোমাকে প্রণাম। চেন্নাইয়ের প্রতি কৃতজ্ঞতা এটা সম্ভব করার জন্য।’

এইচজেএস