ঘণ্টা খানেক আগে করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট পেয়েছেন জাতীয় দলের ডিফেন্ডার রহমত মিয়া। নেগেটিভ রিপোর্ট পেয়েও তার নেপাল যাওয়া হচ্ছে না। নেগেটিভ রিপোর্ট পেয়ে রহমত ঢাকা পোস্টকে বলেন, ‘কিছুক্ষণ আগে নেগেটিভ রিপোর্ট পেয়েছি। কোভিড মুক্ত হতে পেরে ভালো লাগছে।’

কোভিড মুক্ত হয়েও নেপাল যাত্রা অনিশ্চিত এই ডিফেন্ডারের, ‘কোচ আমাকে বিশ্রাম নিতে বলেছেন। হয়তো আমার নেপাল যাওয়া নাও হতে পারে।’ কোচ জেমি ডে নেপালের ত্রিদেশীয় সিরিজে নতুনদের পরখ করতে চান। রহমত জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার। তার পরিবর্তে হয়তো কোচ অন্য ডিফেন্ডারদের পরখ করে দেখবেন এজন্য তাকে বিশ্রাম নেওয়ার কথা বলতে পারেন। 

ঢাকা পোস্টকে নেপাল থেকে জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে জানিয়েছেন, রহমত ঢাকাতেই থাকবে নেপালে আসবে না। দুই বার পজিটিভ আসায় সর্বশেষ বার নেগেটিভ আসলেও কোচ দলের স্বার্থে ঝুঁকি নিতে চাননি বলে জানা গেছে।  

রহমত নেগেটিভ হয়ে যেতে না পারলেও জামাল ভূঁইয়া নেগেটিভ হয়ে আগামীকাল কাঠমান্ডুর ফ্লাইটে উঠছেন। জামালের সাথে আগামীকাল একই ফ্লাইটে যাওয়ার কথা রয়েছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ব্রিটিশ টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলির। 

এজেড/এমএইচ