ইফতার না করে ৬ হাজার পরিবারের পাশে বিসিবি
ছবি: সংগৃহীত
এবার ইফতারের আয়োজন না করে ভিন্ন এক উদ্দ্যেগ গ্রহণ করার সিদ্ধান্ত গতকালই নিশ্চিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের পক্ষ থেকে জানানো জয়েছিল, অসহায় গরিবদের সহায়তা করবে। আজ তারই বাস্তবায়ন দেখা গেছে মিরপুরের একাডেমি মাঠে। নাজমুল হাসান পাপন নিজে উপস্থিত থেকে গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেচেহ বিসিবি। জানা গেছে, সবমিলিয়ে ৬ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেবে তারা।
বিসিবির এমন ভাবনা যে এসেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা থেকে, সেটাও নিজ মুখে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। সংবাদ সম্মেলনে পাপন বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই সময় ইফতার পার্টি করে লাখ লাখ টাকা খরচ না করে এটা যদি গরীবদের মাঝে বিতরণ করা যায়। এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। উনার নির্দেশেই আমরা আসলে আজকে শুরু করেছি।'
বিজ্ঞাপন
এদিন অবশ্য বিসিবির গ্রাউন্ডসম্যান, সিকিউরিটি, এবং ক্লিনার্সদের মাঝে খাবার বিতরণ করেছে বিসিবি। তবে পাপন বলছেন, 'এখানে যেটা দেখেছেন, এখানকার যারা স্টাফ আছে বিশেষ করে গ্রাউন্ডসম্যান, সিকিউরিটি, ক্লিনার্স এদেরকে প্রতীকী হিসেবে দিলাম। এখানকার মাদরাসা আছে, ঢাকার বাইরেও কয়েকটা ভেন্যুতে আমরা পাঠিয়ে দিচ্ছি। এখন এটা বিতরণ শুরু হয়ে যাবে। এইমুহূর্তে আমরা ছয় হাজার পরিবারের জন্য প্যাক করার পরিকল্পনা করেছি।'
আরও পড়ুন>>> ডিপিএলের সূচি পরিবর্তন নিয়ে যা বললেন পাপন
বিজ্ঞাপন
এসএইচ/এইচজেএস