বাংলাদেশের ক্রিকেটে হঠাৎই যেন শুরু হয়েছে নতুন নাটক। শনিবার রাতে সাকিব আল হাসানের ফেসবুক লাইভের পর থেকে যার শুরু। যেখানে তিনি ক্রিকেট বোর্ড ও এর কর্মকর্তাদের প্রকাশ্যে সমালোচনা করেন। 

এরপর তার ওই সমালোচনায় অসন্তোষ প্রকাশ করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। এবার পাপনের বাসায় এই নিয়ে বৈঠকে বসেছেন বিসিবির শীর্ষ কর্মকর্তারা। গুলশান-২-এ আইভি কনকর্ড টাওয়ারে এই বৈঠক চলছে।

জরুরি এই বৈঠকে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে উপস্থিত আছেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান ও বোর্ডের শীর্ষ কয়েকজন কর্মকর্তারা। 

আইপিএলে খেলতে সাকিবের শ্রীলঙ্কা সফর থেকে ছুটি চাওয়াতেই শুরুতে ঝামেলার ‍শুরু। ওই সময় ক্ষোভ ঝেড়েছিলেন বোর্ড সভাপতি পাপনও। তবে ফেসবুক লাইভে সাকিব জানিয়েছেন, টেস্ট খেলতে চান না এমন কোনো মন্তব্য করেননি তিনি। 

সাকিব বলেন, ‘বারবার শুধু কথা হচ্ছে, আমি টেস্ট খেলতে চাই না। আমি নিশ্চিত, বিসিবিকে আমি যখন চিঠি দিয়েছি, যারাই বলছে যে, আমি টেস্ট খেলতে চাই না বা টেস্ট খেলব না, তারা চিঠিটা পড়েনি। এটা হচ্ছে একদম বড় কথা। আমি আমার চিঠিতে কোথাও উল্লেখ করিনি যে, আমি টেস্ট খেলতে চাই না। আমি শুধু উল্লেখ করেছি, আমি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এই সময়টাতে আইপিএল খেলতে চাই। এটাই বলেছি।’